এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকার হারানোর ভয়ে এবার বিজেপির ভয়ে কাঁপছে এই মুখমন্ত্রী , নজর ঘোরাতে অন্য ইস্যু নিয়ে আক্রমণ !

সরকার হারানোর ভয়ে এবার বিজেপির ভয়ে কাঁপছে এই মুখমন্ত্রী , নজর ঘোরাতে অন্য ইস্যু নিয়ে আক্রমণ !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে দেশের রাজনৈতিক মহল ঘিরে তুমুল আলোড়ন। সদ্যই মধ্যপ্রদেশ বিধানসভা দখল করেছে বিজেপি। আর ঠিক সেই একই ঘটনার পরম্পরার আভাস পাওয়া গেল রাজস্থানে। সম্প্রতি রাজস্থানের কংগ্রেস মহলে ধরেছে বিশাল বড় ফাটল। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট এর মধ্যে বিস্তর মতফারাক দেখা যাচ্ছে। শচীন পাইলটকে ইতিমধ্যেই রাজস্থান কংগ্রেস মন্ত্রীসভা তাঁর মন্ত্রী পদ খারিজ করেছেন বলে জানা গেছে। বিভিন্ন মাধ্যম থেকে অনেকেই শচীন পাইলট এর রাজস্থান কংগ্রেস মহল থেকে বেরিয়ে আসার পেছনে গেরুয়া শিবিরের পাকা রাজনীতির খেলা দেখছেন।

অন্যদিকে একে একে কংগ্রেস শাসিত রাজ্যগুলি গেরুয়া শিবিরের ছত্রছায়ায় যাওয়ার পরে মহারাষ্ট্র সরকারের বিচলিত ভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং শিবসেনার পক্ষ থেকে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য সরাসরি বিজেপিকে দোষারোপ করা হলো তাঁদের মুখপত্র সামনাতে। বিভিন্ন মহল থেকে উঠে আসছে আবার অন্য তত্ত্ব।  বিশেষজ্ঞদের মতে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবার সচেতন হয়েছেন মারাঠা সরকার বাঁচাতে। সূত্রের খবর, ইতিমধ্যেই মহাআগাড়ি জোটে কিছুটা মনোমালিন্য শুরু হয়েছে।

আর তার জেরেই ইতিমধ্যেই কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে শরদ পাওয়ারকে আবার এনডিএ জোটে টানার জন্য তৎপর হয়েছেন। আর সে খবরেই এবার মহারাষ্ট্র সরকারের মাথাব্যথা শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অবস্থা সামাল দিতে এবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সরাসরি বিজেপি শিবিরকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। কখনো দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে করা হচ্ছে কটাক্ষ, কখনো আবার লাদাখ সীমান্তে চীনের সঙ্গে আন্তর্জাতিক সমস্যা নিয়ে বেঁধা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সূত্রের খবর, মহারাষ্ট্রের জোট সরকারের মধ্যে একটু একটু করে ফাটলের কালো মেঘ দেখা দিচ্ছে। কংগ্রেসের একাধিক নেতার অভিযোগ, বিভিন্ন সরকারি ইস্যুতে এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে শুধুমাত্রই আলোচনা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অন্যদিকে সম্প্রতি মহারাষ্ট্রের জোট সরকার নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি রাহুল গান্ধী বলেন, মহারাষ্ট্র সরকারকে কংগ্রেসের সমর্থন এর সঙ্গে পাঞ্জাব, ছত্রিশগড়, রাজস্থানে কংগ্রেসের ক্ষমতায় থাকার মধ্যে গুণগত ফারাক রয়েছে।আর এর পরেই এনডিএ শিবিরে তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে শিবসেনা দল যে এত সহজে মহারাষ্ট্রের দখলদারি ছাড়বে না তা প্রকাশ করতে এবার সোজাসুজি লাদাখ প্রসঙ্গ ঘিরে বিজেপিকে আক্রমণ চালাল মহারাষ্ট্র আগাড়ী জোট।

অন্যদিকে দেশের রাজনৈতিক মহলে এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে রাজস্থান। তবে রাজস্থানের পালাবদল নিয়ে এখনো পর্যন্ত এনডিএ সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মত, মহারাষ্ট্র সরকারকে নিজেদের সরকার বাঁচাতে গেলে অবশ্যই জোট অটুট রাখতে হবে। আপাতত মধ্যপ্রদেশের পর মহারাষ্ট্রেও কি পদ্ম ফুল ফোটার সম্ভাবনা রয়েছে? এখন সেদিকেই নজর দেশের ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!