এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আরও একবার দুয়ারে সরকার, লক্ষ্য নতুন প্রকল্পের সূত্রপাত- নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও একবার দুয়ারে সরকার, লক্ষ্য নতুন প্রকল্পের সূত্রপাত- নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে দেখা মিলেছিল দুয়ারে সরকার ক্যাম্পের। সেসময় স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যাবতীয় সমস্যার বিষয়ে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করা গিয়েছিল। কার্যত এই ক্যাম্পের জনপ্রিয়তা সেসময় আকাশছোঁয়া হয়। আরও একবার দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে আগষ্ট মাসে। আর এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এবার লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদন করতে হবে বলে জানা যাচ্ছে। কার্যত এই ক্যাম্প প্রসঙ্গে বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার ক্যাম্প যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল সরকারের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে।

সেই দুয়ারে সরকার আরও একবার হাজির হতে চলেছে রাজ্যের মানুষের সামনে আগামী আগস্ট মাসে। কার্যত মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন এবার থেকে প্রতিবছর দুয়ারে সরকার ক্যাম্প হবে সাধারণের সুবিধার্থে। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন দুয়ারে সরকার ক্যাম্প আবার শুরু হচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, মহিলাদের স্বনির্ভর করার জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা আনবেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী এবার সামনে আসতে চলেছে সেই প্রকল্প।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী 16 ই আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষ লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদন করতে পারেন। পয়লা সেপ্টেম্বর থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা শুরু হয়ে যাবে রাজ্যের সর্বত্র। আপাতত আবেদনপত্র দুয়ারে সরকার শিবির থেকেই সংগ্রহ করতে হবে এবং সেই আবেদনপত্র জমা করতে হবে ঐ ক্যাম্পেই। লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতাভুক্ত হওয়ার প্রথম শর্ত হলো, আবেদনকারীকে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং যারা স্থায়ী চাকরি করেন কিংবা যারা পেনশনভোগী তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেননা।

জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় তপশিলি ও আদিবাসী মহিলারা মাসে হাজার টাকা এবং জেনারেল বা সাধারণ মহিলারা মাসে 500 টাকা পাবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ার পেছনে কার্যত এবারের ভোটে মহিলাদের অবদানের বিষয়টি অবশ্যই কাজ করছে। পাশাপাশি আগামী দিনের লড়াইয়ের রূপরেখাও তৈরি হচ্ছে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল সমর্থনের পেছনে এই ধরনের প্রকল্প যে অনেকাংশেই দায়ী, তা অস্বীকার করা যায় না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!