এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, শোরগোল রাজনীতি মহলে

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিজিয়া বিবির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ৫০০০ টাকার লোভ দেখিয়ে ভুয়ো নথি তৈরি করে রূপশ্রী প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন পঞ্চায়েত প্রধান। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব ও এলাকাবাসী।

রাজ্যের দুঃস্থ, দরিদ্র মেয়েদের বিবাহের উদ্দেশ্য আঠারো বছর বয়স পার হলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয় রূপশ্রী প্রকল্পের মাধ্যমে। পঞ্চায়েত প্রধান রিজিয়া বিবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অ্যাকাউন্ট নম্বর, ভুয়ো তথ্য ব্যবহার করে একাধিকবার রূপশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তিনি। অভিযোগ উঠেছে, এই এলাকার বাসিন্দা চানো বিবি নামে এক মহিলা, তার বহু বছর আগে বিয়ে হয়েছে, তিনি একাধিক সন্তানের জননী, তাঁকে ৫০০০ টাকার লোভ দেখিয়ে তার অ্যাকাউন্ট নম্বর নিয়ে, জাল নথি বানিয়ে রুপশ্রীর টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান। তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এই টাকা তিনি আত্মসাৎ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার এই গ্রামেরই অপর এক বাসিন্দা হলেন রিনা বিবি। বেশ কয়েক বছর আগে তিনি বিবাহ করেছেন। তিনি এখন তিন সন্তানের জননী। তাঁকেও ৫০০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়ো তথ্য দিয়ে পঞ্চায়েত প্রধান রিজিয়া বিবি রূপশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। রিনা বিবি অভিযোগ করেছেন, পঞ্চায়েত প্রধান রিজিয়া বিবির বেশ কিছু লোক এসে তাঁকে দিয়ে কিছু কাগজপত্রতে সই করিয়ে নিয়ে গিয়েছিলেন।

এই গ্রামের অপর এক বাসিন্দাকেও ৫০০০ টাকার লোভ দেখিয়ে তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়ো তথ্য দিয়ে রূপশ্রী প্রকল্পের আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে প্রধানের বিরুদ্ধে। তবে, সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান রিজিয়া বিবি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, সম্পূর্ণটাই মিথ্যে কথা। রূপশ্রী প্রকল্পের টাকা পেতে গেলে অনেক নিয়ম মানতে হয়। শুধুমাত্র প্রধানের অফিস নয়, ব্লক সমষ্টি উন্নয়নকারীদের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। একাধিক কাগজপত্র দেখাতে হয়। কিন্তু তাঁর এই সাফাই মেনে নেয়নি বিজেপি। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

এই ঘটনায় পঞ্চায়েত প্রধান রিজিয়া বিবিকে কটাক্ষ করেছেন মালদা জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল। বিডিওর কাছে গিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। শুধু বিজেপি নয় এলাকার বহু সাধারণ মানুষও প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। রূপশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ ছাড়াও কাটমানি নেওয়া, দু নম্বরি ব্যবসার অভিযোগ পর্যন্ত উঠেছে এই প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান রিজিয়া বিবিকে নিয়ে ক্রমেই অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!