এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড়সড় সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের! নভেম্বরের মধ্যেই ১ হাজার নিয়োগ সরকারি খাদ্য দপ্তরে

বড়সড় সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের! নভেম্বরের মধ্যেই ১ হাজার নিয়োগ সরকারি খাদ্য দপ্তরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে দেশের বহু কর্মসংস্থানের প্রক্রিয়ায় ভাটা পড়েছে। বহু মানুষ হারিয়েছেন কাজ। এমন পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন আবিষ্কার যতখানি প্রয়োজন, ততখানি কাজের প্রয়োজন অন্নবস্ত্র সংস্থানের জন্য। একদিকে হুহু করে বেড়ে চলেছে মূল্যবৃদ্ধি। দেশের জিডিপি প্রায় তলানিতে এসে ঠেকেছে। সেই সময় কাজ হারানোর বেদনা মানুষকে এনে ফেলেছে অকুল সমুদ্রের মাঝখানে। কিভাবে এর থেকে পরিত্রান পাওয়া যায়, সে কথা ভেবে উঠতে পারছেনা বহু এলিজেবল ছেলেমেয়ে। এমন পরিস্থিতিতে যদি আপনার হাতের কাছে আসে কোন চাকরির সুযোগ, তবে তা হাতছাড়া করতে চাইবেন না কেউ।

সম্প্রতি এমনই একটি কাজের কথা জানিয়েছে রাজ্য সরকার। গতবছর খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা হয়েছিল। সম্প্রতি সেই পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের নাম প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। আর তারই মাধ্যমে আগামী নভেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে তারা। জানা গেছে, বর্তমানে এই পরীক্ষার সকল পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের প্রক্রিয়া দ্রুত শুরু হবে, আর যার ফলে প্রায় এক হাজার বেকার যুবক যুবতী নতুনভাবে কাজে যোগ দিতে পারবে। সম্প্রতি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এমনটাই জানিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খাদ্যদপ্তর সূত্রে জানা গেছে, এই পদে যেখানে রয়েছে বর্তমানে ৬৫০ জন সাব-ইন্সপেক্টর, সেখানে থাকার কথা প্রায় ২ হাজার ৪০০ জন। তাই এই ঘাটতি মেটাতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্ত।র আর যে কারণে নবান্নতে প্রস্তাব পাঠানো হয়েছিল পিএসসির তরফ থেকে। পরবর্তীকালে নবান্ন থেকে ৫০০ জন নিয়োগের ব্যাপারে তাঁরা আশ্বাস দেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিনিয়োগের ক্ষেত্রে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর প্রায় ৩ হাজার শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয় জানা যায়। এরপর ইন্টারভিউ পর্ব হবে, যার নম্বর থাকবে ১৫। লিখিত এবং ইন্টারভিউতে সফল হওয়া ছাত্র-ছাত্রীদের আবারো একটি তালিকা প্রকাশ করা হবে। যার ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানা গেছে। এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে ইন্টারভিউয়ের জন্য বাছা হয়েছে যে সমস্ত প্রার্থীদের তাদের ন্যূনতম নম্বর রাখা হয়েছে ৭৯।

বর্তমান পরিস্থিতিতে কৃষি ব্যবস্থায় বেশি জোর দিচ্ছে সরকার। যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের কৃষি অনেকখানি নির্ভর রয়েছে, তাই রেশন ব্যবস্থা পরিচালনা এবং ধান কেনার প্রক্রিয়ার ওপর জোর দিতে চাইছেন সরকার। আর সেই প্রক্রিয়ায় পুঙ্খানুপুঙ্খ দেখাশোনার ভার রয়েছে খাদ্য দপ্তরের। সাধারণত খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টর এই কাজ করে থাকেন। তাদের কাজের মধ্যে রেশনের দোকান দেখা, রাইসমিল গুলোর খবর রাখা, ধান ক্রয় বিক্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত পরিদর্শন করাই নিয়ম। এবার সেই কাজে যোগ দিতে চলেছেন রাজ্যের যুবক-যুবতীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!