এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর মরশুমে এবার বড়সড় ধাক্কা খেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা! ক্রমশ বাড়ছে তীব্র ক্ষোভ?

পুজোর মরশুমে এবার বড়সড় ধাক্কা খেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা! ক্রমশ বাড়ছে তীব্র ক্ষোভ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। করোনা সংক্রমনের মধ্যেও বাঙালি মেতেছে পুজোর বাজারে। কিন্তু পুজোর আগে বোনাস মিলছেনা রাজ্য সরকারের বেশকিছু গ্রুপ ডি, চুক্তিভিত্তিক, ডেইলি রেটের কর্মীদের। মূলত, জল সম্পদ উন্নয়ন দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, জনসাস্থ কারিগরি দপ্তর সহ বেশকিছু দপ্তরের কয়েকশো কর্মী পুজোর আগে পাচ্ছেন না বোনাস। কিন্তু রাজ্য সরকারের অন্যান্য বোনাসের আওতাভুক্ত কর্মচারীরা ইতিমধ্যেই বোনাসের টাকা তাদের একাউন্টে পেয়ে গিয়েছেন।

কেন বোনাস মিলছে না এই কর্মীদের? মূলত অর্থ দপ্তরের কিছু আমলার গাফিলতির কারণেই এবার পুজোর আগে বোনাস মিলছে না তাদের। অনলাইন পদ্ধতিতে এই কর্মীদের বোনাস পেমেন্টের তারিখ করা হয়েছে ২৮ শে অক্টোবর, কিংবা ২ রা নভেম্বর। রাজ্যের অর্থ দপ্তরের কিছু অফিসারদের গাফিলতির কারণেই এমনটা ঘটেছে, বলে অভিযোগ উঠেছে। যার ফলে শুরু হয়েছে ব্যাপক অসন্তোষ। কর্মীরা ক্ষুব্ধ বোনাস না মেলায়। এ প্রসঙ্গে অর্থ দপ্তরের জনৈক শীর্ষকর্তা জানিয়েছেন যে, কিছু অফিসারদের ভুলের কারণেই এমনটা ঘটেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে ইতিমধ্যেই বোনাসের পেমেন্ট ম্যানডেট চলে যাওয়ায়, এখন আর তাদের বোনাসের দিন এগিয়ে আনা সম্ভব নয়। এই অবস্থায় যথেষ্ট সংকটে পড়েছেন কর্মীরা। তবে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুজো মিটে গেলেই তাদের একাউন্টে তারা পেয়ে যাবেন বোনাসের অর্থ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিবারের মতো এবারও রাজ্য সরকার পুজোর বোনাস সংক্রান্ত তার বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছিল। যেখানে রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, ডেইলি বেসিসের সমস্ত কর্মীদের জন্য বোনাসের ঘোষণা করা হয়েছিল। এ বছর রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ৪২০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। তবে অধিক বেতনের সরকারি কর্মচারীদের এই সুবিধা দেয়া হচ্ছে না। মূলত কম বেতনের কর্মীদের পুজোর বাড়তি খরচ মেটাতে বোনাসের ব্যবস্থা করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেসব কর্মীদের মূল বেতন ৩৪,২৫০ টাকা বা তার বেশি। তারা এই সুবিধা পাবেন না।

অন্যদিকে প্রশাসনের অন্দর থেকে অভিযোগ উঠেছে যে, সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তরের সমস্ত কাজকর্ম অনলাইনে হয়ে যাওয়ায় বহু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দপ্তরকে। অভিযোগ উঠছে, বেশ কিছু অফিসার নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে ক্ষতি করছেন রাজস্বের। ইতিপূর্বে যে কোনো পেমেন্টের আগে অ্যাকাউন্ট্যান্ট ও জুনিয়র অ্যাকাউট্যান্ট এই বিষয়গুলি খতিয়ে দেখতেন। কিন্তু সম্প্রতি অনলাইনে কাজ শুরু হওয়ায়, সে সমস্ত কাজ বন্ধ করে দিয়েছেন দেশ কিছু অফিসার। এর ফলে মেডিক্যাল বিল সহ বেশ কিছু ক্ষেত্রে সরকারের অতিরিক্ত টাকা ভুলবশত চলে যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। যার ফলে ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের। এবার এমনি এক ভুলের জন্য মাসুল গুনতে হলো কয়েকশো সরকারি কর্মীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!