এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারি অফিসে পুজোর ইমেজ, কবে থেকে ফিরবে স্বাভাবিক ছন্দে? জেনে নিন

সরকারি অফিসে পুজোর ইমেজ, কবে থেকে ফিরবে স্বাভাবিক ছন্দে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের দূর্গা পূজায় টানা ১৬ দিন ধরে সরকারি অফিস বন্ধ থাকতে চলেছে। পুজোর আগে গত শুক্রবার রাজ্য সরকারের শেষ কাজের দিন ছিল। এরপর গতকাল শনিবার ও আজ রবিবার সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি। আগামীকাল সোমবার অর্থাৎ তৃতীয়ার দিন থেকে ছুটি শুরু হচ্ছে সরকারি অফিসে। যা চলবে আগামী ১ লা নভেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, আগামী ৩০ শে অক্টোবর রয়েছে লক্ষ্মীপুজো, সেদিন পড়েছে শুক্রবার। তার পর দুদিন শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে অফিস খুলতে চলেছে আগামী ২ রা নভেম্বর। ফলে একটা লম্বা ছুটি পাচ্ছেন সরকারি অফিসের কর্মী-আধিকারিকেরা।

কিন্তু টানা ১৬ দিন ধরে অফিস ছুটি থাকার কারণে বিপর্যস্ত হতে পারে সরকারি কাজকর্ম। একারণেই, এ বিষয়ে এক বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। জানানো হয়েছে, নবান্নের কন্ট্রোল রুম সবসময়ের জন্যই খোলা থাকছে। এছাড়া শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদ দিয়ে অন্যদিন গুলোতে অফিসের কিছু বেশ কর্মী ও আধিকারিকের অফিসে উপস্থিত থাকবার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য পালা করে কাজ করতে বিশেষ রোস্টার তৈরী করেছে রাজ্য সরকার।

অন্যদিকে করোনা সংক্রমণ রোধে নিযুক্ত, বিপর্যয় মোকাবিলায় নিযুক্ত, রাজ্যের আইন-শৃংখলা রক্ষার কাজে যারা নিযুক্ত আছেন, সেই সমস্ত কর্মী-আধিকারিকেরা পুজোর সময় ছুটি নিতে পারবেন না। তবে পরবর্তীকালে তাঁরা এই ছুটি নিতে পারবেন বলে, রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ বিবৃতি দেওয়া হয়েছে। তবে, কর্মী মহলের দাবি অনুযায়ী যে সমস্ত কর্মীরা রুটিন মাফিক অন্যান্য অফিসে কোন বিশেষ দিনে কাজের জন্য যান। তাঁদের বাদ রাখা হয়েছে বিশেষ ছুটি থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্য সরকার এন আই আইনে সপ্তমীর দিন থেকে বিজয়া দশমীর দিন পর্যন্ত ছুটি দিয়েছে। লক্ষ্মী পূজার দিনেও এন আই আইনে ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি দিনগুলোতে রয়েছে প্রশাসনিক ছুটি। এন আই আইনে ছুটি ব্যাঙ্ক ও অন্যান্য কিছু সরকারি সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। যেমন রাজ্য সরকারের স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রার অব অ্যাসুয়েন্স ইত্যাদি ক্ষেত্রে এন আই আইনে ছুটি কার্যকর করা হয়ে থাকে।

অন্যদিকে, এতদিন ধরে ছুটি থাকার কারণে, অফিসের জরুরী কাজ গুলি ছুটির আগে যতটা সম্ভব শেষ করে নেওয়া হয়েছে। মূলত, অফিসের স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বেতনের বিল অনলাইনের মাধ্যমে ট্রেজারি ও পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে ছুটি থাকার কারণে সরকারের বিভিন্ন পরিষেবা ও গুরুত্বপূর্ণ কাজকর্ম যাতে একেবারে বেহালা না হয়ে পড়ে, তার জন্যই বিশেষ সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে হয়েছে হয়েছে রাজ্য সরকারকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!