এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সরকারি প্রকল্পে একের পর এক অভিযোগ পাবার পর, অবশেষে টনক নড়লো সরকারের

সরকারি প্রকল্পে একের পর এক অভিযোগ পাবার পর, অবশেষে টনক নড়লো সরকারের

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব মেদিনীপুর জেলায় বাংলা আবাস যোজনা প্রকল্পকে ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, গতবছর যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাড়ি তৈরির কাজ শুরু করেন নি। টাকার প্রয়োজনই নেই যাদের, তাদের হাতেও চলে গেছে অর্থ। এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ উঠেছে, পূর্ব মেদিনীপুরের বেশকিছু বাসিন্দা বাংলা আবাস যোজনার টাকা পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি তৈরীর কাজে হাত দেন নি। এই প্রকল্পে তিনটি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হয়। অভিযোগ উঠেছে, ২০১৯-২০ অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা পাবার পরেও অনেকেই বাড়ি তৈরীর কাজ শুরু করেন নি। এবার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে, জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা যদি তারা ফেরত না দেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এদিকে এগরা, ময়না, কাঁথি ১, খেজুরি ২, নন্দকুমার ব্লকে বহু ব্যক্তির নামে এমন অভিযোগ করা হয়েছে। বাংলা আবাস যোজনায় প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেয়া হয়। বাড়ি তৈরির প্রথম পর্যায়ের কাজ শুরু হলে তার নথি ও ছবি সরকারি পোর্টালে আপলোড করতে হয়। এরপর কিস্তির ৫০ হাজার টাকা দেওয়া হয়। শেষ পর্যায়ে দেয়া হয় ১০ হাজার টাকা। অভিযোগ উঠেছে, সরকারি নিয়ম না মেনেই অনেকে অর্থ আত্মসাৎ করেছেন।

একের পর এক অভিযোগ আসার পর এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। এ প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দেবপ্রসাদ মণ্ডল জানিয়েছেন যে, জেলার প্রতিটি ব্লকে আবাস যোজনা দুর্নীতি রোধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের কাছে বহু অভিযোগ এসেছে। তিনি অভিযোগ করেছেন, জেলার এক বিশেষ পরিবারের মদতে বিজেপির কর্মী-সমর্থকেরা এই সুযোগ নিয়েছেন। তারপর সেই টাকা ভাগ ভাগ করে আত্মসাৎ করেছেন।
এ প্রসঙ্গে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, তৃণমূলের নেতাদের কাট মানি না দিয়ে কেউ একটা ইট পর্যন্ত গাঁথতে পারে না। এবার তৃণমূল নেতাদের বাঁচাতে উপভোক্তাদের করা হচ্ছে বলির পাঠা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!