এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি সাহায্য না মেলায় বিজেপি শাসিত রাজ্যেই প্রাণ গেল ৮০ গোমাতার! তুলকালাম জাতীয়স্তরে!

সরকারি সাহায্য না মেলায় বিজেপি শাসিত রাজ্যেই প্রাণ গেল ৮০ গোমাতার! তুলকালাম জাতীয়স্তরে!


দেশের সর্বত্র করোনার যে মারাত্মক প্রভাব পড়েছে তা এতদিনে স্পষ্ট সবার কাছেই। করোনার হাত থেকে বাঁচতে সারা দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের ফলে ইতিমধ্যেই দোকান বাজার সমস্ত কিছু বন্ধ। সাধারণ মানুষ পেটের খাবার যোগাতে হিমশিম খেয়ে পড়ছে। কিন্তু অবলা পশুগুলো কি করবে? কার কাছে গিয়ে তারা চাইবে খাবার? সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন জায়গায় অবলা প্রাণীদের ওপর অত্যাচারের কাহিনী উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তাই নিয়ে রীতিমতো প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেটিজেনরা।

এই অবস্থায় এবার নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে আরও একটি মর্মান্তিক ঘটনা। একসাথে 80 টি গরুর মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে যত্রতত্র। আর তা থেকে নিজেদের খাবার সংগ্রহ করছে কাক ও কুকুরে। আর এই ছবি দেখা গেল বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। উল্লেখ্য, প্রথম থেকেই বিজেপি শাসিত সরকার হরিয়ানায় ‘গোরক্ষা’ সংক্রান্ত বেশ কিছু আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু লকডাউনের মধ্যেও রীতিমতো অনুনয়-বিনয় করেও সরকারের থেকে কোনরকম সাহায্য পাওয়া যায়নি গোশালার গরুদের খাবারের যোগানে বলে জানা যাচ্ছে।

আর তাই আশিটি গরু অসহায় ভাবে মারা গেছে বলে জানা গেছে। এমন কি অনেক গরু অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনা হরিয়ানার শ্রীকৃষ্ণ গোশালার। অন্যদিকে বরাবরই বিজেপি সরকার ‘গোরক্ষা’ সংক্রান্ত বিভিন্ন ব্যাপার নিয়ে মাথা ঘামিয়েছে এতদিন। এমনকি ‘গোরক্ষা’ এখানে ভোটের ইস্যুও হয়ে দাঁড়ায়। সেই বিজেপি শাসিত রাজ্যে একসাথে 80 টি গরুর খিদের জ্বালায় মারা যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না নেটিজেনরা। এই মুহূর্তে চরম সমালোচনা চলছে নেট দুনিয়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শ্রীকৃষ্ণ গোশালার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত গরুগুলির সৎকারের জন্যও কোন জায়গা পাওয়া যাচ্ছেনা। তাই গোশালার ভিতরেই মৃত গরুগুলি পচছে, আর তাতে পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনাও থাকছে। সূত্রের খবর 1850 টি গরু নিয়ে তৈরি শ্রীকৃষ্ণ গোশালা। দীর্ঘ লকডাউন এর ফলে মালিকপক্ষ কিছুতেই গরুদের খাবার জোগাড় করতে পারছিল না। এমনকি অসুস্থ হয়ে পড়লেও গরুগুলির চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় সরকারের কাছে বারবার সাহায্য চাওয়া হলেও প্রশাসন তাদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেনি বলে জানা গেছে।

যার ফলে এতগুলি গরু একসাথে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। অন্যদিকে হরিয়ানার স্থানীয় বাসিন্দারাও রীতিমতো প্রতিবাদে মুখর হয়েছে সেখানকার সরকারের। গোশালার কর্তৃপক্ষরা আরও জানিয়েছে, যেভাবে গরুরা অসুস্থ হয়ে রয়েছে তাদের খাবার দিলেও উঠে দাঁড়িয়ে খাবার ক্ষমতা নেই। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পশুপ্রেমী সংস্থাগুলি রীতিমতন সরব হয়েছে বলে খবর। অন্যদিকে বর্তমানে দেশের রাজনীতিতে গরুর ভূমিকা যথেষ্ট উল্লেখযোগ্য। এমনকি রাজনৈতিক মহলের দাবি, ‘গোরক্ষা কমিটি’র হাতে প্রাণও গিয়েছে বহু মানুষের।

তাহলে সে দেশে এভাবে মাতৃরুপে পূজিতা গোমাতাদের এমন কষ্ট করে মৃত্যুবরণ করতে হচ্ছে কেন? অনেকেরই প্রশ্ন এটা। অন্যদিকে এই বিষয়টি সামনে আসার পর থেকেই হরিয়ানা সরকার মুখে কুলুপ এঁটেছেন বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত হরিয়ানার মুখ্যমন্ত্রীসহ সরকারি মাধ্যম থেকেকেউই কোনো প্রতিক্রিয়া দেননি এই ঘটনায়। আপাতত দেশের মানুষের প্রশ্ন, ‘গোরক্ষা’ কমিটি তাহলে ভোটব্যাঙ্ক তৈরি করার জন্যই তৈরি হয়েছে? তাঁদের কি আর কোনো ভূমিকা নেই এই অবলা পশুগুলির প্রতি? আপাতত হরিয়ানার এই ঘটনা অনেকগুলি প্রশ্ন চিহ্ন তুলে দিল বিজেপি সরকারের প্রতি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!