এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি টাকায় ধর্মীয় শিক্ষা নয়! বিজেপি শাসিত এই রাজ্যে বন্ধ হয়ে যেতে চলেছে সরকারি মাদ্রাসা?

সরকারি টাকায় ধর্মীয় শিক্ষা নয়! বিজেপি শাসিত এই রাজ্যে বন্ধ হয়ে যেতে চলেছে সরকারি মাদ্রাসা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আসাম রাজ্যে এবার সরকারের পরিচালনায় মাদ্রাসাগুলি পুরোপুরি বন্ধ হতে চলেছে। কিছুদিন আগেই এই ঘোষণা করা হয়েছিল। তবে তখন সরকারি মাদ্রাসা ও সংস্কৃতি কেন্দ্রগুলিকে সাধারণ স্কুলে পরিণত করা হয়েছিল। কিন্তু এবার পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাদ্রাসা বন্ধ করার।

বৃহস্পতিবার আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, জনগণের টাকায় কোনো ধর্মীয় শিক্ষা বিতরণ করা যাবে না। হেমন্ত বিশ্ব শর্মা আরও জানিয়েছেন নভেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে সরকারি তরফে।এবং সেই বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধের ব্যাপারে জানানো হবে। তবে তিনি জানিয়েছেন, বেসরকারি মাদ্রাসা নিয়ে তার বা সরকারের বিশেষ কিছুই বলার নেই।

অন্যদিকে হেমন্ত বিশ্ব শর্মার এই বিবৃতিতে শুরু হয়েছে আসাম জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য। ইতিমধ্যে এআইইউডিএফ নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল জানিয়েছেন, বিজেপি সরকার যদি মাদ্রাসা বন্ধ করে দেয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ ক্ষমতায় এসে এই মাদ্রাসাগুলি আবার চালু করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ফেব্রুয়ারি মাসে হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছিলেন, সরকারের অর্থে চলা সমস্ত মাদ্রাসা এবং সংস্কৃতির টোলগুলি বন্ধ হয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবার তিনি সংস্কৃতি টোল গুলোকে কিছুটা ছাড় দিয়েছেন। সেগুলিকে বন্ধ না করে তিনি অভিযোগ জানিয়েছেন, সংস্কৃতি টোলগুলি পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা নেই। তাই সেদিকে এবার সরকারি নজর দেওয়া হবে।

প্রসঙ্গত, আসামে মোট 614 টি সরকারি মাদ্রাসা আছে। বেসরকারি মাদ্রাসার সংখ্যা প্রায় 900। বেসরকারি টোল রয়েছে পাঁচশোর বেশি। জানা গেছে, সরকারি মাদ্রাসা চালাতে আসাম সরকারের মাসে তিন থেকে চার কোটি টাকা খরচ হয়।একইভাবে সরকারি টোল চালাতেও খরচ হয় প্রায় এক কোটি টাকা। অন্যদিকে আসামের শিক্ষা মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এতদিন ধরে চলা ধর্মীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা চালাচ্ছেন অনেকেই। আসাম বিধানসভার ভোট আগামী বছর। বিরোধীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে বিজেপি সরকার কিন্তু ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালাচ্ছে প্রবলভাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!