এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের তালিকাতে বাংলার নাম না থাকায় ক্ষুব্ধ মতুয়ারা

শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের তালিকাতে বাংলার নাম না থাকায় ক্ষুব্ধ মতুয়ারা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ৫ টি রাজ্যের শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দেশের নাগরিকত্বের আবেদন জানাবার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ৫ টি রাজ্যকেই এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রাজ্যগুলো হলো গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, ছত্রিশগড়।

এই ৫ টি রাজ্যের ১৩ টি জেলার জেলাশাসককে এর দায়িত্ব দেয়া হয়েছে। এই নোটিশে জানানো হয়েছে যে, ধর্মীয় কারণে যেসব সংখ্যালঘুরা ভারতে চলে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্শীরা এক্ষেত্রে নাগরিকত্বের অধিকার পাবেন। কিন্তু এই তালিকাতে বাংলার নাম না থাকায় কেন্দ্রের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছে মতুয়ারা।

পশ্চিমবঙ্গে প্রায় ৫০ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে থাকেন। নদিয়া, উত্তর ২৪ পরগনায় তাদের সংখ্যাধিক্য। তবে, এই দুই জেলা ছাড়াও একাধিক জেলায় তাদের বসবাস রয়েছে। ধর্মীয় হানাহানির শিকার হয়ে মূলত বাংলাদেশ থেকে এই সম্প্রদায়ের মানুষেরা পশ্চিমবঙ্গে চলে এসেছেন। তবে, দীর্ঘদিন ধরে রাজ্যে বসবাস করলেও এখনো এদের মধ্যে অনেককেই নাগরিকত্ব দেয়া হয়নি। বারবার দাবি উঠলেও, এখনো পর্যন্ত তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি। বিজেপি এদেরকে নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, তালিকাতে পশ্চিমবঙ্গের নাম না থাকায় মতুয়াদের মধ্যে বেড়েছে তীব্র ক্ষোভ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, মতুয়াদের নাগরিকত্ব দান নিয়ে কংগ্রেস শাসনকালে যেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তেমনি বাম শাসনকালেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। আবার, এখনো পর্যন্ত তৃণমূলের শাসনকালেও এদের নাগরিকত্ব দেওয়া নিয়ে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেহেতু মতুয়ারা দীর্ঘদিন ধরে রাজ্যে রয়েছেন। তাদের অনেকেরই জমির পাট্টা রয়েছে। অনেকের বাড়ি রেজিস্ট্রেশন করা হয়েছে, ভোটার তালিকায় নাম উঠেছে, রেশন কার্ড, আধার কার্ড আছে, তাই তারা দেশের নাগরিক। নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে তাদের নাগরিকত্ব দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন যে, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপিকে ব্যাপকভাবে সমর্থন করেছে মতুয়ারা। রাজ্যে বিজেপির একটি বিরাট ভোট ব্যাংক হিসেবে কাজ করেছেন মতুয়ারা। কিন্তু, এরপরেও যদি তাঁদের নাগরিকত্ব না দেওয়া হয়, বিজেপির প্রতি যদি তারা মুখ ফেরাতে শুরু করেন। তবে, তা আগামীদিনে বিজেপির পক্ষে বড়সড় অশনিসংকেত হয়ে দেখা দিতে পারে। তাই আগামী দিনে তাদের নাগরিকত্ব দানে কেন্দ্রের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়? সেদিকে নজর রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!