এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সারদা কাণ্ডে সামনে এল দেবযানীর মায়ের বিশেষ চিঠি! ‘নিখোঁজ’ নথির সন্ধানে চাপ বাড়াচ্ছে সিবিআই?

সারদা কাণ্ডে সামনে এল দেবযানীর মায়ের বিশেষ চিঠি! ‘নিখোঁজ’ নথির সন্ধানে চাপ বাড়াচ্ছে সিবিআই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারদা কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে এবার কি নতুন মোড় তৈরি হল? জানা গেছে, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে চিঠি দিলেন অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। জানা গেছে, গত 2017 সালে রাঁচিতে একটি মামলা হয়। আর সেই মামলা ধরেই তদন্তকারী অফিসার সুশীল কুমার গুপ্ত জেলবন্দি দেবযানী মুখোপাধ্যায়কে গত 21 জুলাই একটি নোটিশ পাঠিয়েছিলেন।

আর তার পরিপ্রেক্ষিতেই এদিন জবাব দিয়েছেন দেবযানী দেবীর মা শর্বরী মুখোপাধ্যায়। চিঠিতে তিনি জানিয়েছেন যে, গ্রেপ্তারের পর সুদীপ্ত এবং দেবযানীকে নিয়ে সারদার বিভিন্ন অফিস থেকে রাজ্য সরকারের সিটের তদন্তকারী অফিসাররা সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিলেন। ওই নথি সিবিআইকে হস্তান্তর করা হয়েছিল বলেও তিনি শুনেছেন। তবে সিবিআইয়ের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে, এরকম কোনো নথি তাদের হাতে পৌঁছায়নি।

এছাড়াও তার মেয়ে দেবযানী মুখোপাধ্যায় সারদাকাণ্ডে জেলবন্দি হলেও, তাদের কাছে সারদা সংক্রান্ত কোনো তথ্য নেই বলেও চিঠিতে জানিয়েছেন শর্বরীদেবী। এদিকে দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের এই চিঠি সিবিআইয়ের কাছে যাওয়ার পরেই রীতিমতো শোরগোল তৈরি হয়। রাঁচির তদন্তকারী অফিসাররা এই চিঠি পাওয়ার পরই কলকাতায় এই মামলার তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কলকাতার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, এই সংক্রান্ত বেশকিছু নথি এখনও পর্যন্ত তাদের কাছে আসেনি। একাংশ বলছেন, সেই সময় সিটের প্রধানের দায়িত্বে ছিলেন রাজীব কুমার। তবে রাজিব কুমারের আইনজীবী গোপাল হালদার বলেন, “রাজীব কুমার এখন আগাম জামিনে রয়েছেন। বিষয়টা বিচারাধীন। আমি যতদূর জানি, সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।”

সব মিলিয়ে এখন দেবজানি মুখোপাধ্যায়ের মা সিবিআইকে চিঠি দিয়ে সমস্ত ব্যাপারটি পরিষ্কার করার চেষ্টা করলেও, সিবিআইয়ের পক্ষ থেকে যেভাবে বেশকিছু নথি পাওয়া যায়নি বলে জানানো হল, তাতে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!