এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাসকদলের চোখে চোখ রেখে খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি বিজেপির, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

শাসকদলের চোখে চোখ রেখে খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি বিজেপির, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে তৃণমূলের একটি শ্লোগান যথেষ্ট জনপ্রিয় হয়েছিল, যা হলো খেলা হবে স্লোগান। এবার একুশে জুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন যে, ১৬ ই আগস্ট এর দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করা হবে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, খেলা একটা হয়েছে এ রাজ্যের নির্বাচনে, আবার খেলা হবে। বিজেপিকে ভারত থেকে বিতাড়িত না করা পর্যন্ত খেলা হবে। পরে তিনি জানিয়েছেন, ১৬ ই আগস্ট স্বাধীনতা দিবসের পরদিন পালিত হবে খেলা হবে দিবস। দেশের স্বাধীনতা আজ বিপন্ন, মানুষের কন্ঠ রোধ করা হচ্ছে । দেশ যাতে এ সমস্ত কিছু থেকে মুক্তি পায়, মানুষের স্বাধীনতা যাতে অক্ষয় থাকে, সে জন্য আয়োজিত হবে খেলা হবে দিবস।

প্রসঙ্গত, ১৬ ই আগস্ট দিনটি দুটি বিশেষ কারণে ইতিহাসের পাতায় স্মরণীয়। একটি হলো ১৯৪৬ সালের ১৬ ই আগস্ট কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল। এই দিনটিকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দিবস হিসেবে ইতিহাসের পাতায় স্থান দেওয়া হয়েছে। আলাদা রাষ্ট্রের দাবি তুলে মুসলিম লীগ ব্যাপক গণহত্যার সূচনা করেছিল এই দিন। আবার, ১৯৮০ সালের ১৬ ই আগস্ট ইডেনগার্ডেনে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বিকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ১৬ জন ফুটবলপ্রেমীর মৃত্যু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার, ১৬ ই আগস্ট খেলা হবে দিন ঘোষণার পরেই বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ট্যুইট করে জানিয়েছেন যে, ১৯৪৬ সালের ১৬ ই আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করেছিল। গ্রেট ক্যালকাটা কিলিং শুরু করেছিলো। আজকে পশ্চিমবঙ্গে খেলা হবে বিরোধীদের ওপর সন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছে। আবার, বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন যে, আগস্ট মাসে রাজ্যজুড়ে বড়োসড়ো আন্দোলনে যোগদান করবে বিজেপি। তবে ১৬ ই আগস্ট এর দিন কি কর্মসূচি নেওয়া হবে? সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

তবে, বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে, ১৬ ই আগস্ট এর দিন পাল্টা কর্মসূচি গ্রহণ করার সম্ভাবনা রয়েছে বিজেপির। সেদিন রাজনৈতিক হিংসা, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভ্যাকসিন দুর্নীতিসহ নানা বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নামতে পারে বিজেপি। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিজেপি। আবার, আগামী আগস্ট, সেপ্টেম্বর মাসের গোটাটাই রাজ্যে একের পর এক আন্দোলনের সিদ্ধান্ত রয়েছে বিজেপির। কলকাতাতে একাধিক কর্মসূচি গ্রহণের সম্ভাবনা রয়েছে। আর যেখানে বিজেপি’র কেন্দ্রীয় নেতাদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!