এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাসক দলের ঘুম উড়িয়ে নিচ্ছে মিম? ফেলে দিচ্ছে প্রচন্ড অস্বস্তিতে? বসতে চলেছে দলের জরুরি বৈঠক

শাসক দলের ঘুম উড়িয়ে নিচ্ছে মিম? ফেলে দিচ্ছে প্রচন্ড অস্বস্তিতে? বসতে চলেছে দলের জরুরি বৈঠক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিহারের বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনে জয়লাভ ও বেশকিছু আসনে সংখ্যালঘু ভোট কেটে মহাজোটের ভরাডুবি ঘটাবার পর আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আসাদউদ্দিন ওআইসির দল মিম। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলির দিকেই নজর পড়েছে মিমের। এই জেলাগুলির মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদ। এই জেলায় ব্যাপকহারে সংখ্যালঘু মানুষের বসবাস। আবার, এই জেলার দীর্ঘদিনের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী, এখনও জেলায় তাঁর প্রভাব রয়েছে। সবকিছু নিয়েই এই জেলাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে তৃণমূলের। আগামীকাল বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলাকে নিয়ে একটি বিশেষ বৈঠক বসেছে তৃণমূল ভবনে। যে বৈঠকে যোগদান করতে চলেছেন দলের শীর্ষ নেতারা।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলায় রয়েছে ২২ টি বিধানসভা আসন। এই জেলার বেশিরভাগ বিধানসভা আসনের নির্ণায়ক হলো সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোটকে নিজের দিকে টানতে যেমন উদ্যোগী হয়েছে তৃণমূল। তেমনি এই ভোটকে নিজের দিকে টানতে বিশেষ উদ্যোগ বাম-কংগ্রেস জোট শিবিরের। বিজেপিও বসে নেই। প্রসঙ্গত, মুর্শিদাবাদের যথেষ্ট শক্তিশালী গড় রয়েছে কংগ্রেসের। আর এবার মুর্শিদাবাদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের সংগঠন বাড়াবার কাজও শুরু করে দিয়েছে মিম মুর্শিদাবাদে। আব্বাস সিদ্দিকীর সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির জোটের বিষয়ে আলোচনার পরেই অস্বস্তি বাড়তে শুরু করেছে তৃণমূলের। মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটব্যাংকে নিয়েই বাড়ছে চিন্তা তৃণমূলের। তার উপরে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে দিলেও মুর্শিদাবাদে এখনো তাঁর বেশ প্রভাব রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আগামীকালের বৈঠকে।

এর সঙ্গে সঙ্গেই মুর্শিদাবাদে শাসকদলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দলের গোষ্ঠী কোন্দল। মুর্শিদাবাদে দলের অন্তর্দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসে পড়েছে। মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহেরের সঙ্গে মুর্শিদাবাদ জেলা সভাধিপতি মোশারফ হোসেনের বিরোধ রয়েছে। আবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করা শাঁওলি সিংহ রায় ও হুমায়ুন কবীরকে নিয়েও রয়েছে বিরোধ। এই সব কিছু নিয়েই আলোচনা হতে চলেছে আগামীকালের বৈঠকে। সংখ্যালঘু অধ্যুষিত এই জেলার বেশিরভাগ আসনেই ঘাসফুল ফোঁটাবার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!