এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাসক দলের উন্নয়নের দাবিকে একেবারেই ভোঁতা করে দিলেন গ্রামবাসীরা

শাসক দলের উন্নয়নের দাবিকে একেবারেই ভোঁতা করে দিলেন গ্রামবাসীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে যে কটি বিষয়কে হাতিয়ার করে প্রচারে জোর দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল, তার মধ্যে একটি হলো উন্নয়ন। তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয় যে, তৃণমূলের শাসনকালে রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। সর্বত্র চোখে পড়ছে উন্নয়ন। কিন্তু এবার শাসকদল তৃণমূলের এই দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন গ্রামের মানুষের। কেন্দ্রীয় বাহিনীর কাছে তাঁরা অভিযোগ করলেন যে, এলাকার কোন উন্নতিই ঘটে নি।

সম্প্রতি, পশ্চিম বর্ধমানের কুলটির লছমনপুরে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। গ্রামে টহল দেওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের প্রশ্ন করেন যে, এখানে কোন ভয়ের কারণ আছে কি? এর উত্তর গ্রামবাসীরা জানান যে, ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু গ্রামের অনেক কাজ বাকি আছে। সেগুলোর দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। তাদের কাছে এই অভিযোগ শোনার পর কিছুটা বিস্মিত হতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। বারবার রাজ্যজুড়ে উন্নয়নের দাবি করা শাসক দলকে একেবারে বিপাকে ফেলে দিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূল ১০ বছরে যদি উন্নয়ন ঠিকমতোই করতো, তবে কেন্দ্রীয় বাহিনীকে কখনোই এমন প্রশ্নের মুখে পড়তে হতো না। এ প্রসঙ্গে বিজেপির কুলটি তিন মণ্ডল সভাপতি সত্যজিত দাস মণ্ডল জানালেন যে, কোথায় গেছে দুয়ারে সরকার? আর কোথায় পাড়ায় পাড়ায় সমাধান? এমন অবস্থা হয়েছে যে, কেন্দ্রীয় বাহিনীকে উন্নয়নের কথা জানাতে হচ্ছে।

তবে, এই ইস্যুতে বিজেপিকেই সম্পূর্ণ দোষারোপ করল রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে যুব তৃণমূলের ব্লক সভাপতি শুভাশিষ মুখোপাধ্যায় জানালেন যে, সাংসদ বাবুল সুপ্রিয় হলেন কেন্দ্রের প্রতিনিধি। তিনি এলাকার কোন উন্নয়নই করেন নি। একারণে কেন্দ্রীয় বাহিনীকে গ্রামবাসীরা এ বিষয়ের কথা জানালেন। যাতে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা পৌছায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!