এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মুকুল রায়ের হাত ধরে বড়সড় ভাঙ্গন, যোগ দিলেন হেভিওয়েট নেতারা

মুকুল রায়ের হাত ধরে বড়সড় ভাঙ্গন, যোগ দিলেন হেভিওয়েট নেতারা

দলবদলের ধারা বজায় রয়েছে রাজ‍্যে। গতকাল উত্তর ২৪ পরগনার শাসনে ইসরায়েল শেখ ও সিকেন্দার আলি নামে দুই দাপুটে তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর।বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরেই এই দুই নেতা বিজেপিতে যোগ দিয়েছেন এমনটাই জানা যাচ্ছে।

শনিবার মধ্যমগ্রামে কর্মসূচী ছিল মুকুল রায়ের। সেখানেই এই দুই নেতা বিজেপিতে যোগ দেন। যদিও এই দুই নেতাকে সরাসরি দলবদলের মঞ্চে দেখতে পাওয়া যায়নি। বিজেপি সূত্রে জানানো হয়েছে যে সদ‍্য দলে যোগ দেওয়া এই দুই নেতাকে আপাতত সংবাদমাধ‍্যমের সামনে না আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপি সুত্রে এমনটাও জানানো হচ্ছে যে তৃণমূলের ছোটো মাঝারি অনেক নেতাই বিজেপিতে যোগ দিতে আগ্রহ দেখালেও দলের তরফ থেকে বেছে বেছে সদস্যপদ দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া শাসনের এই দুই নেতাকে নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। এই ইসরায়েল শেখ এবং সিকেন্দার আলি দুজনেই তৃণমূলে ছিলেন একটা সময়ে। এদের মধ‍্যে ইসরায়েল শেখ রাজ‍্যে পালাবদলের আগেই তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়েছিলেন। সেই সময় এই দুজনের মধ‍্যে নানা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার সিপিএমের মজিদ মাস্টারের সহযোগী হিসেবে কাজ করা ইজরায়েলের শেখের বিরুদ্ধে খুন সহ আরো নানা অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। যেগুলো এখনও চালু আছে।

বাম আমলে শাসনের একছত্র অধিকার ছিল সিপিএমের মজিদ মাস্টারের। ২০১১ এর পালা বদলের পর এই এলাকা সম্পূর্ণভাবে তৃণমূলের দখলে চলে যায়। এখন এই দুই দাপুটে নেতাকে দলে টেনে এলাকায় প্রভাব বাড়ানোর চেষ্টা শুরু করল বিজেপি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!