এখন পড়ছেন
হোম > জাতীয় > “সাতদিন হয়নি দ্বিতীয় বার ত্রিপুরায় এলাম। আইনের শাসন নেই।” বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের

“সাতদিন হয়নি দ্বিতীয় বার ত্রিপুরায় এলাম। আইনের শাসন নেই।” বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের যুব নেতা-কর্মীদের হেনস্থা, তাদের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ ত্রিপুরা এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা এসেই তিনি জানালেন যে, সাত দিনও হয়নি, দ্বিতীয়বার ত্রিপুরায় এলেন তিনি। তিনি জানান, ত্রিপুরাতে আইনের শাসন নেই। ত্রিপুরা সমাজবিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। যাদের উপর আক্রমণ করা হল, তাঁদেরকেই জেলে ঢোকানো হয়েছে। বিজেপির উদ্দেশ্যে তিনি জানালেন যে, যারা কথায় কথায় দিল্লি, মধ্যপ্রদেশ থেকে এসে বাংলার গণতন্ত্র নিয়ে কথা বলেন, আজ ত্রিপুরায় আসুন ও দেখে যান।

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, ত্রিপুরার গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। ত্রিপুরায় বিরোধীদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে। ত্রিপুরায় চলছে গুন্ডারাজ। বিরোধীরা রাস্তায় নামলে তাদের চোখ দেখিয়ে হুমকি দেয়া হচ্ছে। বিজেপির উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, এভাবে আটকে রাখা যাবেনা তৃণমূলকে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তাঁরা লড়াই করবেন।
আজ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা দেখানো, গো ব্যাক স্লোগানের অভিযোগ উঠেছে বিজেপির কর্মী- সমর্থকদের বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে ত্রিপুরা পৌঁছাতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। থানার সামনে গেলে সেখানেও বিক্ষোভ দেখানো হয় তাঁকে ঘিরে। গত সোমবার যখন তিনি ত্রিপুরাতে এসেছিলেন, সে সময়ও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল। যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ঘটনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় পথে নেমেছিল তৃণমূল। এরপর, ত্রিপুরায় যুব তৃণমূল নেতা-কর্মীর ওপরে হামলার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে, এমন অভিযোগ করেছে তৃণমূল।

রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড়সড় জয়লাভের পর এবার ত্রিপুরার প্রতি লক্ষ্য নিয়েছে তৃণমূল। আগামী বছর ত্রিপুরার বিধানসভা নির্বাচন রয়েছে। বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে বিজেপি সরকারকে ফেলে দিতে বদ্ধপরিকর তৃণমূল। আর, ত্রিপুরায় তৃণমূলের রাজনৈতিক কার্যকলাপ বাড়তেই পাল্টা পদক্ষেপ নিয়েছে বিজেপি। সে কারণেই বারবার সংঘর্ষ বাঁধছে দুই যুযুধান শিবিরের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!