এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্যাটে হারলেও এখনই কর্মীদের ডিএ দেওয়ার ভাবনা নেই রাজ্য সরকারের? নতুন পদক্ষেপে জল্পনা তুঙ্গে

স্যাটে হারলেও এখনই কর্মীদের ডিএ দেওয়ার ভাবনা নেই রাজ্য সরকারের? নতুন পদক্ষেপে জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –মহার্ঘ ভাতা মামলা সংক্রান্ত রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু বুধবার সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দেয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। বস্তুত, গত বছর 26 জুলাই বিচারপতি রণজিৎ কুমার বাঘ এবং সুবেশ দাসের বেঞ্চে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে বকেয়া মহার্ঘভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আর এরপরই রাজ্যের পক্ষ থেকে সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছিল। জানা যায়, গত তিন বছর ধরে বেশি সময় ধরে স্যাট এবং হাইকোর্টে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা নিয়ে মামলা চলছে। তবে গত বছরের মার্চ মাসে হাইকোর্টের নির্দেশ এই মামলাটি স্যাটে আসলে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়, রাজ্য সরকারি কর্মীরা কি হারে মহার্ঘ ভাতা পাবেন, তা যেন জানিয়ে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন স্যাটের যে রায় হয়েছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে রিট পিটিশন দাখিল করতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরে 3 মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে একটি নীতি তৈরি করতে বলে স্যাট। পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত একটি বিশেষ আবেদন করেন।

যেখানে সাময়িকভাবে রাজ্য সরকারকে এই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া থেকে ছাড় দেওয়া হোক বলে আবেদন জানান তিনি। তবে স্যাটের পক্ষ থেকে অবশ্য রাজ্য সরকারের সেই আবেদন গ্রহণ করা হয়নি। আর এই পরিস্থিতিতে উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি সরকারের অন্দরে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

এদিন এই প্রসঙ্গে রাজ্য সরকারের অন্যতম আইনজীবী গৌতম পাঠক বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকার পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেবে কিনা, তা ঠিক করা হবে। উচ্চ আদালতে না গেলে স্যাটের নির্দেশ মত ডিএ দিতে হবে।” সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার আবার নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!