সাত সকালেই খারাপ খবর, চলে গেলেন কিংবদন্তি মনোজ মিত্র! বিনোদন রাজ্য November 12, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একেবারে সাত সকালেই বাংলার সিনেমা প্রেমী তো বটেই, নাট্যপ্রেমী মানুষদের কাছেও এলো বিরাট দুঃসংবাদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্র। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার এই প্রয়ানের খবরে রীতিমত শোকাহত গোটা চলচ্চিত্র জগৎ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতা গ্রাস করেছিল মনোজ মিত্রকে। অবশেষে আজ সকালে ৮:৪৯ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। একের পর এক কালোজয়ী নাটক রচনা করে বাংলার নাট্যপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। শুধু তাই নয়, বাঞ্ছারামের বাগানের মূল চরিত্রে অভিনয় করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার একের পর এক রচনা থেকে শুরু করে অভিনয় শৈলী মুগ্ধ করেছিল সকলকে। অবশেষে সাত সকালেই তার চলে যাওয়ার খবর মন খারাপের পরিস্থিতি তৈরি করেছে সাংস্কৃতিক জগতে। আপনার মতামত জানান -