এখন পড়ছেন
হোম > অন্যান্য > সামান্য ঝাঁটাও বদলে দিতে পারে আপনার ভাগ্য, যদি সঠিক জায়গায়, সঠিক দিকে রাখেন তা! জানেন কি?

সামান্য ঝাঁটাও বদলে দিতে পারে আপনার ভাগ্য, যদি সঠিক জায়গায়, সঠিক দিকে রাখেন তা! জানেন কি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রত্যেকের বাড়িতে ঘর পরিষ্কার করার জন্য ঝাঁটা ব্যবহার করা হয়। তবে যতই আপনি ঘরের ধুলো ময়লা ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় করতে চান না কেনো, সেই সঙ্গে ঘর পরিস্কারের পর সেই ঝাঁটা ঘরের এক কোনায় রেখে দেওয়াই নিয়ম। তবে সাধারণত সেই ঝাঁটার গুণেই যে আপনার জীবনে শুভ সুযোগ বৃদ্ধি পেতে পারে সে কথা শুনলে চমকে যেতে হয়। তবে এক্ষেত্রে ঝাঁটা ব্যবহারের কিছু নিয়ম আছে। আসুন সেগুলি জেনে দেখি।

বলা হয়, ঝাঁটা ব্যবহারের পর তা কখনোই ঘরের কোণায় দাঁড়িয়ে রাখতে নেই। সমস্ত সময় হয় সেটি খাটের তলাতে না হোক ঘরের পাশে শুইয়ে রাখতে হয়। তবে সমস্ত সময় ঝাঁটাকে নির্দিষ্ট স্থানে রাখার নিয়ম আছে। বলা হয়, ঘরের পশ্চিম দিকে বা পশ্চিম কোণে ঝাঁটা রাখা উচিত। এতে বাড়িতে কখনো কোন নেগেটিভ এনার্জি সঞ্চার হয় না বলেই মনে করা হয়। সেই সঙ্গে অনেকে মনে করেন ঢাকা মা লক্ষ্মীর প্রতিনিধি। তাই ঝাঁটা ব্যবহার করার সময় সেটিকেও যত্ন করতে হবে। তাই ঝাঁটা বেশিদিন হয়ে গেলে সেটি ব্যবহার না করে, নতুন ঝাঁটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ঝাঁটা বাঁধতে কতগুলো কাঠি লাগবে, তাও খেয়াল রাখতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সূর্যাস্তের পর কখনোই ঝাঁট দেওয়া উচিত নয় বলে মনে করেন অনেকে। তবে প্রতিদিন সকাল বেলায় এবং সন্ধ্যার আগে ঝাঁট দেওয়া শুভ বলে মনে করা হয়। এছাড়া ঝাট দেওয়ার সময় কখনই সেটা যেন কারোর গায়ে না লাগে সেদিকে নজর রাখতে হবে। ঝাঁটা কারোর গায়ে লাগলে সেই ব্যক্তির পক্ষে তা অশুভ বলে মনে করা হয়। তাই ফাঁকা ঘরে ঝাঁট দেওয়া উচিত। আবার অনেকের মতে এটা কখনোই সকলের সামনে রাখা উচিত নয়। কেউ যাতে দেখতে না পায়, এমন ভাবে ঝাঁটাকে আড়াল করে রাখলেই ভালো। এছাড়া বাড়ির কোন ব্যক্তি যদি কোন শুভ কাজে যায়, তবে তার ঠিক বেরোনোর সময় বা বেরিয়ে যাওয়ার পরই ঝাঁট দেওয়া উচিত নয়। এর ফলে ওই ব্যক্তির কাজ শুভ হয় না বলেই মনে করেন অনেকে।

তবে যদি আপনি বাড়ি পরিবর্তন করেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় যান, তবে মনে করা হয় আপনার ব্যবহৃত ঝাঁটাকে সব সময় আপনার সঙ্গে নিয়ে যাওয়া উচিত। তার কারণ নতুন স্থানে আসার পরে পুরনো স্থানে ঝাঁটা ফেলে রেখে আসলে সেখানেই আপনার ভাগ্য আটকে থাকে বলে মনে করা হয়। তাই একান্তই যদি আপনার ঝাঁটা বাতিল করার প্রয়োজন পড়ে, তবে প্রথমে সেটিকে আপনার সঙ্গে নতুন স্থানে নিয়ে আসুন এবং তার পরে সেখান থেকে সেটিকে ফেলে দিতে পারেন। তবে এক্ষেত্রে ঝাঁটা ফেলে দেওয়ার সময় কখনই সেটিকে পুড়িয়ে দেওয়া উচিত নয়। এর কারণ ঝাঁটা পড়ানো অমঙ্গল বলেই মনে করা হয়। এছাড়া ঝাঁটা বদলের পরে নতুন ঝাঁটা কেনার সময় শনিবার দেখে কেনা উচিত। কারণ নতুন ঝাঁটা কেনার জন্য শনিবারকে অনেকে শুভ বলে মনে করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!