এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি ছেড়ে কোন দলে যাচ্ছেন শত্রুঘ্ন সিনহা? কংগ্রেস বা অন্যকোনো জল্পনা তুঙ্গে

বিজেপি ছেড়ে কোন দলে যাচ্ছেন শত্রুঘ্ন সিনহা? কংগ্রেস বা অন্যকোনো জল্পনা তুঙ্গে


খাতায় কলমে এখনও তিনি বিজেপি সাংসদ। তা সত্ত্বেও বিরোধী দল কংগ্রেস বা আরজেডির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক। এদিন বিহারের আরজেডি দলের নেতা তেজস্বী যাদব ও রাবড়ি দেবীর আমন্ত্রনে ইফতার পার্টিতে উপস্থিত হয়ে এমন বিস্ফোরক কথা প্রকাশ্যে জানালেন বিজেপি দলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। প্রসঙ্গত ২০১৪ সালে গত লোকসভা নির্বাচনে বিহারের পাটনা সাহিব কেন্দ্র থেকে তিনি বিজেপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বীতা করে জয়লাভ করেছিলেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন তিনি নিজের মত প্রকাশ করে বললেন যে আগামী লোকসভা নির্বাচনেও তিনি ঐ একই কেন্দ্রের প্রার্থী হতে ইচ্ছুক তবে এবারে আর বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে নয় আরজেডি দলের মনোনয়নে নির্বাচনী লড়াইয়ে ইচ্ছুক এই বিক্ষুদ্ধ বিজেপি নেতা। শুধু তাই নয় এদিনের ইফতার পার্টিতে আমন্ত্রন পেয়ে অত্যন্ত আহ্লাদিত এই বিজেপি নেতা জানালেন লালু প্রসাদ যাদবকে তিনি বন্ধু বলে মনে করেন। তাঁর সাথে এই বিজেপি সাংসদের আলাপচারিতাও প্রায়শই হয় বলেও জানালেন তিনি। বর্তমানে পশু খাদ্য কেলেঙ্কারী মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের কারাবাস হওয়ার কারণে এদিনের ইফতার পার্টিতে তিনি অনুপস্থিত ছিলেন। উল্লেখ্য ইতিমধ্যেই বেশ কয়েকটি দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা দলের মধ্যে কোনঠাসা অবস্থানে রয়েছেন। সাম্প্রতিককালে কর্ণাটক নির্বাচনের প্রচার নিয়েও নিজের দলের সমালোচনা করে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে তাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!