এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সাতসকালেই বিস্ফোরক দিলীপ ঘোষ! নিশানায় রাখলেন ত্রিপুরার দায়িত্বে থাকা তৃণমূল হেভিওয়েটদের

সাতসকালেই বিস্ফোরক দিলীপ ঘোষ! নিশানায় রাখলেন ত্রিপুরার দায়িত্বে থাকা তৃণমূল হেভিওয়েটদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের রাজনৈতিক মানচিত্রে এই মুহূর্তে উল্লেখযোগ্য জায়গা দখল করেছে ত্রিপুরা। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পরেই সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সর্বভারতীয় স্তরে তৃণমূলের উত্থান ঘটানোর। আর সেই সূত্রে তৃণমূল এবার নজর দিয়েছে পাশের রাজ্য ত্রিপুরার দিকে। ইতিমধ্যেই সেখানে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা নেত্রী উপস্থিত রয়েছেন। পাশাপাশি যুব নেতা-নেত্রীরাও সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছেন। এই অবস্থায় এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আরেকবার। কার্যত ত্রিপুরায় তৃণমূলের রাজনৈতিক কার্যকলাপ নিয়ে এবার দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করেছেন।

তিনি দাবি করেছেন, ত্রিপুরায় যেসব নেতা দায়িত্বে রয়েছেন তৃণমূলের, তাঁরা প্রত্যেকেই এক এক জন দুর্নীতিগ্রস্ত। দিলীপ ঘোষ কার্যত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়েরর দিকে নাম না করে অভিযোগের আঙুল তুলেছেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে কুণাল ঘোষ এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ও এত সহজে দিলীপ ঘোষকে ছাড়েননি। পাল্টা জবাব তাঁরাও দিয়েছেন। প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ত্রিপুরার বিজেপি নেতারা দিনের-পর-দিন তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন। এমনকি তিনি দাবি করেছেন, বিজেপিতেই আসলে দাগি রাজনীতিবিদ রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দিলীপ ঘোষকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, কোন তৃণমূল নেতা দুর্নীতিগ্রস্ত তা যেন দিলীপ ঘোষ স্পষ্টভাবে নাম করে বলেন। একই সাথে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এদিন জানিয়েছেন, দিলীপ ঘোষ যেভাবে কথা বলছেন তা মোটেই কাম্য নয়। কারণ তাঁর নিজের দলের লোকেরা দুর্নীতি ঢাকার চেষ্টা করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় এই মুহূর্তে সংগঠন ক্রমাগত শক্তিশালী করার চেষ্টায় তৃণমূল। বর্তমানে ত্রিপুরা সংগঠনের দায়িত্বে রয়েছেন দীর্ঘদিনের রাজনীতিবিদ রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুদিন আগেই বিজেপি থেকে আবার তৃণমূলে ফিরে এসেছেন। অন্যদিকে কুনাল ঘোষ সহ অন্যান্য নেতারাও প্রায় দিনই ত্রিপুরা যাচ্ছেন।

বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে সেখানে তৃণমূলের পক্ষ থেকে। যদিও ত্রিপুরার ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। তাই অবশ্যম্ভাবী তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক সংঘর্ষ প্রায়শই শিরোনামে থাকছে। এই পরিস্থিতিতে সর্বভারতীয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যেভাবে তৃণমূলের হেভিওয়েট নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করলেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের অনুমান, এর ফলে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা বাড়বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!