এখন পড়ছেন
হোম > Uncategorized > সাতসকালে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ! উত্তপ্ত রাজ্য রাজনীতি!

সাতসকালে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ! উত্তপ্ত রাজ্য রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার সাতসকালে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে। যেখানে আজ আসানসোলের বার্নপুরে যাওয়ার সময় স্থানীয় তৃণমূল কর্মীদের পক্ষ থেকে তাকে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। যার জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে। বিজেপির অভিযোগ, “খেলা হবে” স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে বিজেপির সেই অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি।

সূত্রের খবর, এদিন আসানসোলে যাওয়ার সময় হঠাৎ করেই রাস্তার মাঝে দিলীপ ঘোষকে দেখতে পেয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের একাংশ। যেখানে “খেলা হবে” স্লোগান তোলেন তারা। বলা বাহুল্য, সম্প্রতি নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। যেখানে তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী সেই প্রাতঃভ্রমণ করতে গিয়ে “খেলা হবে” স্লোগান বলে সম্বোধন করেন তাকে। যার পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার আসানসোলে গিয়ে “খেলা হবে” স্লোগানের মুখে পড়তে হল মেদিনীপুরের বিজেপি সাংসদকে। যদিও বা “খেলা হবে” জনপ্রিয় স্লোগান। তাই এটার মধ্যে অন্যায় কিছু দেখছে না তৃণমূল নেতৃত্ব। তবে সাতসকালে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!