এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী, শোকের ছায়া রাজনৈতিক মহলে

প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী, শোকের ছায়া রাজনৈতিক মহলে


রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী আজ সকাল সাড়ে দশটা নাগাদ অমৃতলোকের পথে যাত্রা করেন। ৮৫ বছরের সত্যসাধনবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আজ সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি, কিন্তু ডাক্তার এসে পৌঁছনোর আগেই তিনি ইহলোকের ময় ত্যাগ করেন।

সত্যসাধনবাবুর জন্ম অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার হরিণা গ্রামে ১৯৩৩ সালে। ঙ্গবাসী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সদস্য হওয়ার পাশাপাশি অধ্যাপকদের সংগঠন ওয়েবকুটার সাধারণ সম্পাদকও হন। ১৯৮০ সালে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে সিপিআইএমের টিকিটে লোকসভার সাংসদ হন। ১৯৯১ থেকে টানা ৩ বার চাকদহ বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের বিধায়ক হন তিনি। বামফ্রন্ট মন্ত্রীসভায় তিনি উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব সামলেছিলেন। তাঁর মৃত্যতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!