এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জমজমাট বঙ্গ রাজনীতি – তৃণমূলের প্রতি সৌমিত্র খাঁ তীব্র আক্রমন শানাতেই, পাল্টা দিলেন দিলীপও

জমজমাট বঙ্গ রাজনীতি – তৃণমূলের প্রতি সৌমিত্র খাঁ তীব্র আক্রমন শানাতেই, পাল্টা দিলেন দিলীপও


গত বৃহস্পতিবার আরামবাগের গড়বাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সূত্রের খবর এদিন করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সামজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য লকডাউনের বিধিনিষেধ মেনেই স্থানীয় বিজেপি নেতা কর্মীদের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়। জানা গেছে এ দিন কলকাতা থেকে ঘাটাল যাওয়ার পথে আরামবাগে ওই রক্তদান শিবিরে যোগদান করেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

এদিন দলের প্রায় ৫০ জন কর্মী সমর্থক রক্তদান করেন। সূত্রের খবর এই অনুষ্ঠানে সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের তরফে সৌমিত্র খাঁ-কে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে তিনি তৃণমূল নেতাকর্মীদের কটাক্ষ করে জানিয়েছেন,”তৃণমূলের নেতারা নর্দমার কীট, চাল চোর, ত্রিপল চোর, আমফানের টাকা চোর। ওরা বসে বসে অনেক কিছুই ভাবছে৷ কিন্তু, ওদের পাশ থেকে পুলিশ সরে গেলে ওরা রাস্তা থেকে সরে যাবে।”

এর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে এদিন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব জানান,”সৌমিত্র খাঁ জানে না কোন মানুষের সম্পর্কে কী মন্তব্য করতে হয়৷ সৌমিত্র খাঁ একজন সাংসদ হয়ে যে ভাষায় তৃণমূল বিধায়কদের প্রসঙ্গে বলেছেন, তাতে মানুষ সৌমিত্র খাঁ ও তাঁর দলকে ঘৃণা করবে। এরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে৷ আমরা মানুষের জন্য কাজ করাতে বিশ্বাস করি। স্বাভাবিক কারণেই সৌমিত্র খাঁ-র কথার উত্তর না দেওয়াই ভালো। তবুও বলি, সৌমিত্র খাঁর নিজেকে নিয়ে ভাবা দরকার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত জানা গেছে এ দিন রক্তদান শিবির অনুষ্ঠানটিতে সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, দুলাল রায় প্রমূখ দলীয় নেতারা। জানা গেছে এদিন সৌমিত্র খাঁ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়,”মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে৷ দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলা এগিয়ে যাচ্ছে৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলুক৷ এভাবে এগিয়ে যাব আমরা।”

সাংবাদিক সূত্রে খবর এদিন সৌমিত্র খাঁ আরো জানান, আরামবাগ জুড়ে বিজেপি ক্রমাগতই শক্তি সঞ্চয় করছে। তিনি এদিন বিমান ঘোষের ভুয়সী প্রশংসা করে বলেন, রাজ্য সরকারের বিরোধিতা থাকলেও হাসপাতালে চিকিৎসারত রোগীদের যাতে রক্তের কোন রকম সমস্যা না হয় তাই বিমান ঘোষের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এদিন এলাকার ৫০ জন তৃণমূল এবং সিপিএম কর্মী সৌমিত্র খাঁ এবং বিমান ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন। তবে সৌমিত্র খাঁ -এর রাজ্য সরকারের বিরুদ্ধে এহেন মন্তব্য নিয়ে যথেষ্ট জল্পনা ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!