এখন পড়ছেন
হোম > জাতীয় > “সেভ বেঙ্গল” – এর হাত ধরে প্রবাসী মননে গেরুয়া ঝড় তুলতে বিশেষ পদক্ষেপ দিল্লিতে

“সেভ বেঙ্গল” – এর হাত ধরে প্রবাসী মননে গেরুয়া ঝড় তুলতে বিশেষ পদক্ষেপ দিল্লিতে


আসন্ন লোকসভা নির্বাচনে নাওয়া-খাওয়া ভুলে এই বাংলাকেই পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুথ ভিত্তিক সংগঠন থেকে রথযাত্রা কর্মসূচি- রাজ্যের সংগঠনকে চাঙ্গা করতে একের পর এক কর্মসূচি নেওয়ার জন্য রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

আর সেই মত এই রাজ্যে বিজেপি নেতৃত্ব পক্ষ থেকেও চলছে জোর প্রচার। কিন্তু বাংলায় যখন পদ্ম ফোটাতে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে জোর লড়াই চালাচ্ছে বিজেপি ঠিক তখনই পাল্টা সেই তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে।

বাংলাকে বিজেপি চাইলেও বাংলা কখনোই বিজেপিকে চায় না বলে প্রায় প্রতিটি সভা থেকেই বিজেপি নেতাদের উদ্দেশ্যে তোপ ডাকছেন তৃণমূলের নেতারা। এমনকি বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপি পরিচিত নয় বলেও বিভিন্ন সময় অভিযোগ করেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এবার সেই সমস্ত অভিযোগকে নিজেদের গা থেকে ঝেড়ে ফেলতে আসন্ন লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের বাঙালি বিদ্বৎসমাজ ও বিশিষ্ট পেশাদারদের কাছে টানতে সক্রিয় ভূমিকা নিচ্ছে রাজ্য বিজেপি।

সূত্রের খবর, আগামী 24 শে নভেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে বিজেপি প্রভাবিত “সেভ বেঙ্গল” নামে একটি সংগঠন। আর যার বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যসভার সা়ংসদ স্বপন দাশগুপ্তকে‌। কিন্তু ঠিক এহেন আলোচনা সভার মধ্যে দিয়ে কি বার্তা দেবে বিজেপি?

দলের একাংশের মতে, প্রবাসী বাঙ্গালীদের যে সমস্ত আত্মীয় পরিজনেরা এই বাংলায় থাকেন, এই সভার মধ্যে দিয়ে তাদের সকলের মনে বাংলার বর্তমান পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিজেপিই যে একমাত্র রাস্তা তা বোঝাতে চান উদ্যোক্তারা।

তবে আগে থেকেই যাতে কেউ বুঝতে না পারেন যে এটা আদ্যপ্রান্ত বিজেপির সভা, তাই প্রকাশ্যে “সেভ বেঙ্গল” নামে একটি সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করেছে গেরুয়া শিবির। তবে শুধুমাত্র ভোট-রাজনীতির জন্য এই ভাবে আলোচনা করে কি আদৌ প্রবাসী বাঙ্গালীদের মনে তৃণমূলের বিরুদ্ধে কোনো দাগ কাটা যাবে?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে সেই “সেভ বেঙ্গল” র উদ্যোক্তা সংগঠনের নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, “ভোট একটা লক্ষ্য বটে। কিন্তু এই অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র, আইন-শৃঙ্খলা, নারীর অধিকার এইসব বাংলার হৃতগৌরব যারা ফেরাতে চান তাদের মাঠে নামার জন্য আহ্বান জানানো হবে।” তবে শেষ পর্যন্ত এই “সেভ বেঙ্গল”-র দ্বারা প্রবাসী বাঙ্গালীদের মনে কতটা তরঙ্গ আনতে পারেন বিজেপি নেতারা এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!