এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সায়নী ঘোষ-মদন মৈত্র একই মঞ্চে, জল্পনা তীব্র সায়নীর রাজনৈতিক যোগদান নিয়ে

সায়নী ঘোষ-মদন মৈত্র একই মঞ্চে, জল্পনা তীব্র সায়নীর রাজনৈতিক যোগদান নিয়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে টলিপাড়া এই মুহূর্তে আড়াআড়ি বিভক্ত। কখনো রুদ্রনীলকে দেখা যাচ্ছে  গেরুয়া শিবিরে, কখনো আবার সৌরভ দাসকে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরে। মোদ্দাকথা দলবদলের হাওয়ায় এই মুহূর্তে রাজনৈতিক নেতাদের সাথে সাথে টলিপাড়াতেও উঠেছে ব্যাপক ঝড়। তবে কোন দলে এখনো পর্যন্ত যোগদান না করলেও টালিগঞ্জের অন্যতম অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। সম্প্রতি তথাগত বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে অভিনেত্রী সায়নী ঘোষের সঙ্গে লেগেছিল ব্যাপক টুইটার যুদ্ধ। সেই যুদ্ধে অবশ্যই সায়নী পাশে পেয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে।

যথারীতি সায়নী ঘোষকে গেরুয়া শিবিরের আক্রমণের হাত থেকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাল ধরতে হয়। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তাহলে কি সায়নী আসতে চলেছেন ঘাসফুল শিবিরে? এদিনও অভিনেত্রী সায়নী ঘোষকে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে একটি অরাজনৈতিক মঞ্চে পাশাপাশি দেখা গেল। আর সেখানেই মদন মিত্র সম্পর্কে দুষ্টু মিষ্টি মন্তব্য করলেন সায়নী। বক্তব্য রাখতে গিয়ে সর্বসমক্ষে সায়নী ঘোষ মদন মিত্রকে উল্লেখ করে বলেন ‘বাংলার ক্রাশ’ বলে। যথারীতি এই কথায় মদন মিত্র নিজেও হেসে ফেলেন। এরপরেই মদন মিত্র সায়নী ঘোষ সহ ঘাসফুল ঘেঁষা অন্যান্যদের ভরসা জাগিয়ে রীতিমতো আক্রমণের ধাঁচে বলতে শুরু করেন, কারোর গায়ে হাত দিলে গোটা বাংলায় আগুন জ্বলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই হুঁশিয়ারি যে নাম না করে গেরুয়া শিবিরকে উল্লেখ করে করা, তা বুঝতে বাকি থাকে না কারোর। মদন মিত্র এবং সায়নী ঘোষ শক্তিরুপেণ নামক একটি সংস্থার অনুষ্ঠানে একই মঞ্চে হাজির হয়েছিলেন। মদন মিত্র এবং সায়নী ঘোষকে অরাজনৈতিক মঞ্চে একসাথে দেখে সায়নীর তৃণমূলে যোগদান করা নিয়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। এদিকে শুক্রবারেই ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে, অভিনেতা ভরত কল, টেলিভিশনের পরিচিত মুখ লাভলী মৈত্র এবং ওস্তাদ রশিদ খানের কন্যা শাওনা খান। এর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন বর্তমানে ওয়েব সিরিজের জগতের পরিচিত মুখ সৌরভ দাস এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, সায়নী ঘোষ বরাবরই নিজেকে বামপন্থী বলে দাবি করেছেন। কিন্তু অতীতে দেখা গেছে অনেক বামপন্থী অভিনেতা-অভিনেত্রীরাই পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এসে যোগ দিয়েছেন। অন্যদিকে, যেভাবে টলিপাড়াতেও দলবদল কিংবা যোগদান পর্ব শুরু হয়েছে, সেক্ষেত্রে বিতর্কিত সায়নী ঘোষের রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। সেক্ষেত্রে তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে সায়নী ঘোষের আলাপচারিতা যেভাবে বাড়ছে, তাতে সায়নীর ঘাসফুল শিবিরে যোগদান হবার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!