এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুরুলিয়ার ‘শহীদদের’ নিয়ে কর্মসূচি প্রিয় বন্ধু বাংলাকে এক্সক্লুসিভলি জানালেন সায়ন্তন বসু

পুরুলিয়ার ‘শহীদদের’ নিয়ে কর্মসূচি প্রিয় বন্ধু বাংলাকে এক্সক্লুসিভলি জানালেন সায়ন্তন বসু


পঞ্চায়েত নির্বাচন মিটে যেতেই রাজ্য রাজনীতির সংবাদ শিরোনামে পুরুলিয়া জেলা। প্রথমত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ঘাসফুলের দাপটের মাঝেও পুরুলিয়াতে গেরুয়া শিবিরের ফলাফল চমকে দিয়েছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের। দ্বিতীয়ত, তারপরেই মাত্র তিনদিনের মধ্যে দুই বিজেপি কর্মী-নেতার ঝুলন্ত মৃতদেহ ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। যদিও দুই ক্ষেত্রেই প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি ছিল সেগুলি আত্মহত্যার ঘটনা, কিন্তু মানতে রাজি ছিল না গেরুয়া শিবির। বিজেপির দুই তরুণ তুর্কি সায়ন্তন বসু ও লকেট চট্টোপাধ্যায় হাজার হাজার গেরুয়া কর্মী-সমর্থককে নিয়ে ডিএম ও এসপি অফিসের সামনে মাটি কামড়ে আন্দোলনে বসেছিলেন এই দুই মৃত্যুর সত্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবিতে।

আজ কলকাতায় প্রিয় বন্ধু বাংলার সাংবাদিকের মুখোমুখি হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সেখানে তিনি এক্সক্লুসিভলি জানান পুরুলিয়ার ‘শহীদদের’ নিয়ে তাঁদের আগামীদিনের কর্মসূচি। সায়ন্তনবাবু বলেন, আগামী ২৭-২৮ তারিখ রাজ্যে আসছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সেই সময়েই তিনি পুরুলিয়াতে যাবেন। সেখানে এক বড় জনসভা করার পরিকল্পনায় আছে রাজ্য বিজেপি, সেই জনসভায় বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি ‘শহীদ’ পরিবারের সদস্যরাও যোগদান করবেন। তারপর, তাঁরা ‘শহীদ’ পরিবারের সদস্যদের নিয়ে দিল্লিতে গিয়ে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আগামী ২ তারিখ দিল্লিতে একটি বড় কর্মসূচি নেওয়া হবে যেখানে বিজেপি ছাড়াও অন্যান্য দলের নেতৃবৃন্দ যোগদান করবেন। এছাড়াও অমিত শাহের সফরসূচি নিয়েও খোলাখুলি কথা বলেন তিনি। কি বলেছেন সায়ন্তনবাবু দেখে নিন একনজরে –

https://www.youtube.com/watch?v=FdwA4-bkySw

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!