এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সায়ন্তনকে ‘টেকো’ বলে কটাক্ষ অনুব্রত, ফের জমে উঠছে রাজনীতির রঙ্গমঞ্চ!

সায়ন্তনকে ‘টেকো’ বলে কটাক্ষ অনুব্রত, ফের জমে উঠছে রাজনীতির রঙ্গমঞ্চ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের অনুব্রত মণ্ডল রাজনীতিতে নিজের হিট ডায়লগের জন্যই পরিচিত। সেখানে ২০১৮ সালে তাঁরই জনপ্রিয় ডায়লগ ভোটের দিন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকা নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। সেইসঙ্গে বিরোধীদের জন্য ‘নকুলদানা রেডি’ বা দলীয় কর্মীদের হাতে ‘পাঁচন’ তুলে দেওয়া, রাজনৈতিক বিরোধীর বাড়িঘর ভেঙে ‘চুরমার’ করে দেওয়া থেকে ‘শুঁটিয়ে লাল’ করে দেওয়ার দাওয়াই মুখে মুখে ফিরেছিল মানুষের।

তবে এবার কিন্তু সেই পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের মুখে চেনা ডায়ালগ শোনা যায়নি। আর এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি শুনিয়েছেন অন্য কথা। সেইসময় তিনি বলেছিলেন, “কবে বিয়ে হবে, তারপর ভোজ, এখন থেকে বলে দিলে হবে? ভোট ঘোষণা হোক, তারপর বলে দেব।” তবে হঠাৎ তাঁর এরূপ ভোলবদল নিয়ে অনেকেই কপাল কুঁচকেছিলেন।

অন্যদিকে, অবশ্য সেবিষয়ে তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, ভোটের আগের কথাবার্তায় রাশ টানার জন্য তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে তাঁর কাছে বেশ কড়া বার্তা পাঠানো হয়েছে। আর তাতেই নাকি তাঁর এই বাক্ সংযম। কিন্তু তারপর আবারও কিন্তু ছন্দে ফিরতে দেখা গেছে তৃণমূলের কেষ্টদাকে। সেখানে সম্প্রতি ইলামবাজারের কর্মীসভা শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘ভয়ংকর ভাইরাস’ বলে কটাক্ষ করতে দেখা গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে পাল্টা এর জবাবে দিলীপ ঘোষও অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেছিলেন, ‘ভলিয়্যুমটা কমে গেছে, এবার স্পিকারের কানেকশনটাও কেটে যাবে মনে হচ্ছে।’ আর এসবের মাঝে আবার নতুন করে উঠে এসেছে বিজেপি নেতা সায়ন্তন বসুর নাম।

গতকাল দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজারে ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে অংশগ্রহণ করে সায়ন্তন বসু কটাক্ষ করেছিলেন যে, দেশের মানুষের জন্য করোনা ভ্যাকসিনের মত, অনুব্রত মণ্ডল সহ বহু তৃণমূল নেতার জন্য এনামুলের ল্যাবরেটরীতে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আর সেইসঙ্গে তা দেখতে মানুষকে এপ্রিল-মে মাস পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছিলেন তিনি।

আর সেইসঙ্গে তাঁর কথায়, এই রাজ্যে যে কয়েকশো ভাইরাস আছে, তাদের উপর ওই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলেও কটাক্ষ করেন তিনি। আর এর পরিপ্রেক্ষিতেই রবিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন “টেকোর কথা। যার মাথায় চুল নাই। ওর কথার কোন গুরুত্ব দিচ্ছি না।” অন্যদিকে ২৫ নভেম্বর বীরভূমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসার পর অনুব্রত মণ্ডল ২৬ তারিখ কি বার্তা দেবেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!