এখন পড়ছেন
হোম > রাজ্য > স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতির অভিযোগ ! কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের !

স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতির অভিযোগ ! কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের !


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নতি করতে এবং সাধারন মানুষদের বিনামূল্যে পরিষেবা পাইয়ে দিতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের বাস্তবায়ন করেছে রাজ্য সরকার ।  তবে রাজ্য সরকারের সেই সাধের প্রকল্প  স্বাস্থ্যসাথীতেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে সম্প্রতি।  বিশেষ করে কিছু অসাধু বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেই অভিযোগ উঠে আসছে এমনটা জানা যাচ্ছে । যেখানে  স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেবার নামে ভুয়ো রিপোর্ট জমা সহ বাড়তি ওষুধের বিল পেশ এবং অপ্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করিয়ে একাধিক প্যাকেজ তৈরি করে একই রোগীর নামে ও বেনামে টাকা হাতানোর অভিযোগ প্রকাশ্যে এলো ।

সূত্রের খবর স্বাস্থ্য সাথী প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাজ্যের প্রায় ২৩ টি বেসরকারি হাসপাতাল কে জরিমানা করল রাজ্য স্বাস্থ্য দপ্তর ।  জানা যাচ্ছে  মোট জরিমানার পরিমাণ ৫ কোটি ৩১ লক্ষ টাকা । এ বিষয়ে প্রশ্নের উত্তরে রাজ্যের এক স্বাস্থ্য-অধিকর্তা বলেন, ”আমরা বেসরকারি হাসপাতালগুলির উপর গোয়েন্দাগিরি করতে চাই না। কিন্তু দুর্নীতির কারণে মানুষ দূরবস্থায় পড়লে পদক্ষেপ করতেই হবে।”

সেই সঙ্গে তিনি দুর্নীতিগ্রস্ত বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল গুলির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান প্রয়োজনে ওই নার্সিংহোমে ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে যদি জরিমানার টাকা না মেটায় তাহলে স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি বন্ধ করার নির্দেশ পর্যন্ত দেয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিক ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!