এখন পড়ছেন
হোম > অন্যান্য > SBI গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! বাড়ি বসেই মিলবে এই ৮ টি বড়সড় পরিষেবা! জেনে নিন বিস্তারিত

SBI গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! বাড়ি বসেই মিলবে এই ৮ টি বড়সড় পরিষেবা! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে ব্যাংকে যেতে ভয়? আর চিন্তা করতে হবে না। এবার বাড়ি বসেই আপনি পেয়ে যেতে পারেন এই সমস্যার সমাধান। তবে মুশকিল আসান করল কে? তাহলে বলে রাখি আপনি যদি হন এসবিআই ব্যাংকের গ্রাহক, তবে আপনার কপাল খুললো বলে। কারণ করোনা পরিস্থিতিতে নতুন করে আর সমস্যায় পড়তে হবে না আপনাকে।

এটিএম এর জন্য আবেদন, টাকা জমা দেওয়া সংক্রান্ত কাজ, বিল পেমেন্ট, সেভিংস ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট, চেকবুকের জন্য আবেদন, ইউপিআই শুরু ও বন্ধ করার আবেদন এবং কর দেওয়া এরকম ৮টি কাজ গ্রাহকেরা বাড়ি বসেই করতে পারবেন বলে জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। তবে শুধু তাই নয়, বাড়ি বসে ইন্টারনেট ব্যাংকিং-এ রেজিস্টার করার পদ্ধতিও জানিয়েছে তারা।

এক্ষেত্রে রেজিষ্ট্রেশন পদ্ধতি হিসেবে বলা হয়েছে, প্রথমে SBI নেট ব্যাঙ্কিংয়ের হোমপেজ onlinesbi.com এ যান। এবার new user registration / activation বোতামে ক্লিক করুন। এরপর আপনার অ্যাকাউন্ট নম্বর, আইএফআইসি নম্বর সহ অন্যান্য তথ্য দিয়ে submit করুন। এবার আপনার রেজিস্টার্ড নম্বরে আসা otp দিয়ে পেজে লগ ইন করুন। শেষে আপনার ইচ্ছেমতো user name ও Password দিয়ে সেভ করুন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে করোনা এড়াতেও এটিএম ব্যাবহারের ক্ষেত্রেও বেশ কিছু পরামর্শ দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সেগুলি হল:-

প্রথমত:- আপনি যদি এটিএমে গিয়ে দেখেন যে এটিএম কেউ ব্যবহার করছে তাহলে বাইরে অপেক্ষা করুন। সেই ব্যক্তি বেরোনোর আগে কোনভাবেই এটিএমে ঢুকবেন না।

দ্বিতীয়ত:- যতটা পারবেন এটিএমের সংস্পর্শ এড়িয়ে চলুন। এটিএম প্রবেশের সময় দরজার হ্যান্ডলগুলি খোলার সময় হতে গ্লাভস পরতে পারেন। তাছাড়া রুমালও ব্যবহার করা যেতে পারে।

তৃতীয়ত:- এটিএম ব্যবহারের আগে হাত জীবাণুমুক্ত করুন। এটিএম ব্যাবহারের পরও হাত স্যানিটাইজড করুন

চতুর্থত:- আপনার যদি ফ্লু এবং হাঁচি কাশি হয়ে থাকে, তবে এটিএম ব্যবহার করা না করাই ভাল। সেক্ষেত্রে হাঁচি বা কাশির সময় আপনার মুখ এবং নাকটি ঢেকে রাখুন। হাঁচি বা কাশিতে ব্যবহৃত টিস্যু পেপারটি এটিএম-এ রেখে দেবেন না। এছাড়া এটিএমের ভিতরে ব্যবহৃত টিস্যু পেপার এবং মুখোশ ফেলে যাবেন না। এগুলি থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায়।

পঞ্চমত:- এটিএম এর বদলে এসবিআইর ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করলে ভালো হয়। যেমন- আইএনবি, ভীম এসবিআই ইত্যাদি ব্যবহার করলে সংক্রমণের সম্ভাবনা থাকে না।

তবে এরই মধ্যে এসে গেছে এটিএম কার। সেক্ষেত্রে বাড়িতে বসে ফোন বা এসএমএস করলেই আপনার বাড়ির সামনে পৌঁছে যাবে স্টেট ব্যাংকের ডোরস্টেপ এটিএম সার্ভিস। সেখান থেকেই আপনি তুলে নিতে পারবেন প্রয়োজনীয় টাকা। ইতিমধ্যেই লক্ষ্ণৌ শহরে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করা হয়েছে। তবে ভবিষ্যতে পুরো দেশে তা পৌঁছে দেওয়ার ইচ্ছে রয়েছে বলেই জানিয়েছে এসবিআই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!