এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার ‘ক্লিনচিট’ মুখ্যমন্ত্রীকে বড়সড় ধাক্কা সুপ্রিম কোর্টের! বড়সড় জল্পনা শুরু রাজনৈতিক মহলে

এবার ‘ক্লিনচিট’ মুখ্যমন্ত্রীকে বড়সড় ধাক্কা সুপ্রিম কোর্টের! বড়সড় জল্পনা শুরু রাজনৈতিক মহলে

মহারাষ্ট্রে সামনে বিধানসভা ভোট। নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট স্থির করে দিয়েছে। এর মধ্যেই মহারাষ্ট্রে আসন বন্টন নিয়ে জোট শিবির শিবসেনার সাথে মতানৈক্য শুরু হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ-এর নামে চলছিল একটি মামলা – ভুয়ো হলফনামা পেশ করা নিয়ে। সবমিলিয়ে মহারাষ্ট্রে বিজেপি রীতিমত চাপেই পড়েছিল। এবার সেই চাপকে আরেকটু বাড়িয়ে বিজেপি শিবিরে জোর ধাক্কা দিল সুপ্রিম কোর্ট।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ-এর নামে অভিযোগ ওঠে, 2014 সালে তিনি বিধানসভার নির্বাচনে ভুয়ো হলফনামা পেশ করেছিলেন। এই নিয়ে বোম্বে হাইকোর্টে একটি মামলাও চলেছিল। বোম্বে হাইকোর্ট থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ক্লিনচিট দেওয়া হয়। ক্লিনচিট দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আর একটি মামলা করা হয়। সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও অনিরুদ্ধ বসুর বেঞ্চে এই মামলার শুনানি চলছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই শুনানিতেই সুপ্রিম কোর্ট দিল বড় ধাক্কা মহারাষ্ট্রে। নির্বাচন কমিশন হলফনামা জমা দেওয়াকে কেন্দ্র করে মামলাটি চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এর বিরুদ্ধে ‘রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট’ এর আওতায় আইনজীবী সতীশ উকে পিটিশন দেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী ফড়নবীশের বিরুদ্ধে দুটি অপরাধমূলক মামলার কথা তিনি নির্বাচনী হলফনামায় দায়ের করেননি।

অতএব সেই নির্বাচন হলফনামাটি কোনমতেই বৈধতা পেতে পারে না। মুম্বই হাইকোর্ট এই মামলার রায়ে মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে ‘ক্লিনচিট’ দিলেও সুপ্রিম কোর্টের আজকের রায় নিঃসন্দেহে মহারাষ্ট্রের বিজেপি শিবিরকে যথেষ্ট অস্বস্তিতে ফেলল। এই মামলার রায় নিয়ে আপাতত কেন্দ্রীয় বিজেপি শিবির থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে বিরোধী দলের মধ্যে এক খুশির আবহ যে তৈরি হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, মহারাষ্ট্রের বিধানসভা ভোটের প্রাক্কালে এই ঘটনা নিঃসন্দেহে বিজেপি শিবিরে ধাক্কা দেবে। তবে বিজেপি শিবির কিভাবে এই ধাক্কা সামলে সামনের নির্বাচন সামলায় সেদিকেই এখন নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!