এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটকে বিদ্রোহী বিধায়কদের নিয়ে সুপ্রিম কোর্টের বড়সড় রায় – জেনে নিন বিস্তারিত

কর্ণাটকে বিদ্রোহী বিধায়কদের নিয়ে সুপ্রিম কোর্টের বড়সড় রায় – জেনে নিন বিস্তারিত


টালমাটাল কর্ণাটকের রাজনীতি – সেখানে গতবছর হওয়া বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারে নি বিজেপি। কর্ণাটকের রাজ্যপাল গেরুয়া শিবিরকে সরকার গড়তে দিলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে দুদিনেই সেই সরকারের পতন হয়। বিজেপিকে রুখতে ‘থার্ড বয়’ জেডিএসকে কংগ্রেস সমর্থন করার ফলেই কর্নাটকে কমল ফুটতে ফুটতেও থমকে যায়।

এরপর, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বিজেপি কর্ণাটকের জেডিএস-কংগ্রেস জোট সরকারকে বিশেষ ‘অসুবিধায়’ ফেলে না। কিন্তু, জোটের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দুই জোট শরিকের নিজেদের মধ্যেই শুরু হয়ে যায় চূড়ান্ত অশান্তি। আর সেই অশান্তির পরিণামে, লোকসভা নির্বাচনে কর্নাটকে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই কর্নাটকে শুরু হয়ে যায় নতুন নাটক – লোকসভা নির্বাচনেই ইঙ্গিত দিয়ে দিয়েছে, এই মুহূর্তে সেখানে নির্বাচন হলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসবে বিজেপি। ফলে জোটের ময় ত্যাগ করে, অনেকেই গেরুয়া শিবিরের দিকে পা বাড়ান। শুরু হয়ে যায় পদত্যাগের নাটক – বিধায়কদের রাজ্যের বাইরে গিয়ে লুকিয়ে রাখা থেকে শুরু করে আইনি লড়াই – কোনো মশলাদার রাজনৈতিক উপাদানই বাকি ছিল না কর্ণাটকের রাজনীতিতে।

এই পরিস্থিতিতে শেষ ভরসা হিসাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সংশ্লিষ্ট রাজনীতিবিদরা। রাজনৈতিক সঙ্কটের কথা বিবেচনা করে দেশের সর্বোচ্চ আদালতও জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করে। গতকালই সুপ্রিম কোর্ট জানিয়েছিল আজ এই মামলার রায়দান হবে। আজ সুপ্রিম কোর্ট এই মামলায় জানিয়ে দিল পদত্যাগ করা ১৫ জন বিধায়ককে ভোটাভুটির সময় বিধানসভায় হাজিরা দিতে জোর করা যাবে না।

একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, বিধায়কদের ইস্তফা নিয়ে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বিধানসভার স্পীকার। আগামীকাল কর্ণাটক বিধানসভায় সরকারের শক্তিপরীক্ষা, সেখানে স্পীকার পদত্যাগকারী বিধায়কদের নিয়ে সিদ্ধান্ত নেবেন স্বাধীনভাবেই, সুপ্রিম কোর্ট কোনোমতেই এতে হস্তক্ষেপ করবে না। তবে, স্পীকারকে সংবিধানের ধারা ১৯০ এবং প্রাসঙ্গিক বিধি অনুযায়ী বিধায়কদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। ফলে আগামীকালই জানা যাবে জেডিএস-কংগ্রেসের জোট সরকারের পতন হচ্ছে, নাকি আবারো বিজেপির স্বপ্নভঙ্গ হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!