এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবার আমূল বদলে গেল স্কুল শিক্ষকদের বদলির নিয়ম! জানুন বিস্তারিত

মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবার আমূল বদলে গেল স্কুল শিক্ষকদের বদলির নিয়ম! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের শিক্ষক বদলির ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে শিক্ষকদের বদলি পদ্ধতি হতে চলেছে সম্পূর্ণ অনলাইনে। প্রসঙ্গত রাজ্যে স্কুল শিক্ষকদের বদলি সাধারণত দুটি উপায়ে হয়ে থাকে। যারমধ্যে একটি হল সাধারণ বদলি, অপরটি হল আপোষ বা মিউচুয়াল বদলি। আপোষ বা মিউচুয়াল বদলির ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতির ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল।

প্রসঙ্গত ইতিপূর্বে মিউচুয়াল বদলির ক্ষেত্রে শিক্ষককে স্কুল সার্ভিস কমিশন এর দপ্তরে আবেদন জানাতে হতো। এর জন্য তাঁকে আবেদন ফি দিতে হতো। এরপর নির্ধারিত দিনে তাঁকে স্কুল সার্ভিস কমিশন এর দফতরে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হতো। এই পদ্ধতিতেই বিশেষ পরিবর্তন আনল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ বুধবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হলো যে, এবার থেকে প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে কোন হেয়ারিং, ইন্টারভিউর প্রয়োজন হবে না, সেইসঙ্গে বদলির আবেদন করার জন্য যে ফি নেওয়া হত তাও আর লাগবে না। সেইসঙ্গে বদলির জন্য স্কুলের এনওসির প্রয়োজনও আর থাকবে না। ফলে শিক্ষক বদলির পদ্ধতি অনেকটাই সহজ হয়ে গেলো।

এ বিষয়ে আজ বুধবার থেকেই নতুন নির্দিষ্ট পোর্টাল চালু করতে চলেছে স্কুল শিক্ষা দফতর। এ সম্পর্কে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন। সরকার আজ নতুন এই নিয়ম চালু করল।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ইতিপূবেই জানিয়েছিলেন যে, রাজ্যের স্কুল শিক্ষকদের নিজেদের জেলাতেই বদলি করা হবে। বকেয়া থাকা মিউচুয়াল বদলিগুলি আগামী ৭ দিনের শেষ করার নির্দেশ দিল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!