এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের স্কুল খোলা নিয়ে বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, জানালেন শিক্ষামন্ত্রী, জেনে নিন

ফের স্কুল খোলা নিয়ে বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, জানালেন শিক্ষামন্ত্রী, জেনে নিন


বর্তমানে চতুর্থ দফার লকডাউন চলছে। যত দিন যাচ্ছে, তত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমতাবস্থায় করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করার পর থেকেই রাজ্যে লকডাউনের কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা লকডাউন মোতাবেক এখন ক্রমশ তা দীর্ঘায়িত হচ্ছে। এমতাবস্থায় দীর্ঘদিন ধরেই রাজ্যের স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

কবে তা সচল হবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার সময় হঠাৎ করে লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায়, এখনও তিনটি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সেই বাকি থাকা পরীক্ষাগুলোর তারিখ হিসেবে 29 জুন, 2 জুলাই এবং 6 জুলাই দিনক্ষণের কথা জানানো হয়েছে। তবে স্কুল কবে থেকে পাকাপাকিভাবে খুলবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী থেকে অভিভাবকরা। এমতাবস্থায় অবশেষে কতদিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, তা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার একটি সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী। আর সেখানেই তিনি বলেন, “সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে 30 শে জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বহু স্কুল ঝড়ের ঝাপটায় ক্ষতিগ্রস্ত হয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের মধ্যেই সম্পতি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমপান। যে ঝড়ের দাপটে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অনেক জেলায় নানা ক্ষতি সামনে এসেছে।

সেদিক থেকে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর। শুধু তাই নয়, করোনা ভাইরাসের কারণে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে আটকে ছিলেন, তারা বর্তমানে রাজ্য ফিরে আসছে। আর তাদের পৃথকভাবে রাখার জন্য বেশকিছু বিদ্যালয় ব্যবহার করা হচ্ছে। তাই সেই সমস্ত কারণে আগামী 30 জুন পর্যন্ত স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!