এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্কুল বন্ধ নিয়ে শুভেন্দুর কটাক্ষের জবাব দিলেন ব্রাত্য, জেনে নিন!

স্কুল বন্ধ নিয়ে শুভেন্দুর কটাক্ষের জবাব দিলেন ব্রাত্য, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি গরমের ছুটি শেষ হওয়ার পর আবার স্কুল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার মাঝেই আগামী 27 জুন পর্যন্ত গরমের ছুটি বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে মিড ডে মিলের চাল চুরি করতেই রাজ্যের এই পদক্ষেপ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার বিরোধী দলনেতার সেই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সূত্রের খবর, এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। আর সেখানেই শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে তাকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বলেন, “কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পরিণত এবং স্বচ্ছভাবে মিড ডে মিল ব্যবস্থা চলছে আসলে বাংলার ছাত্র ছাত্রীদের প্রতি যে বিজেপির দরদ নেই, তা এই কথাতেই প্রমাণিত। পুরো বক্তব্যটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”

স্বভাবতই শুভেন্দু অধিকারীকে পাল্টা এই বক্তব্যের মধ্য দিয়ে কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!