এখন পড়ছেন
হোম > রাজ্য > দাড়িভিট হাইস্কুলের ঘটনা নিয়ে এবার তদন্তে নামছে শিক্ষামন্ত্রীর দপ্তর, দোষীদের শাস্তির আশ্বাস

দাড়িভিট হাইস্কুলের ঘটনা নিয়ে এবার তদন্তে নামছে শিক্ষামন্ত্রীর দপ্তর, দোষীদের শাস্তির আশ্বাস


এবার দাড়িভিট নিয়ে তদন্তে নামতে চাইছে শিক্ষাদপ্তর। গত কয়েকদিন ধরে এই দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিরোধীদের চাপে বেসামাল রাজ্য। একযোগে শিক্ষাদপ্তরের সমালোচনাও করেছেন অনেকে। বনধ, অশান্তি, উত্তেজনা সবদিক থেকেই খবরের শিরোনামে থাকা দাড়িভিটের সমস্যার কেন্দ্রবিন্দুতে এবার পৌছোতে চায় রাজ্য। ইতিমধ্যেই এই ছাত্র মৃত্যুতে গুলিচালনার পেছনে ঠিক কারা জড়িত তা নিয়ে উত্তর দিনাজপুরের জেলাশাসককে একটি রিপোর্ট জমা দিতে বলেছে শিক্ষাদপ্তর।

তবে শুধু জেলাশাসকের রিপোর্টের ওপর ভরসা করে থাকতে চাননা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই সমস্যার গোড়াতে গিয়ে যাতে তা সমাধান করা যায় সেই কারনে এবার আগামী সাত দিনের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সৌমিত্র মোহনকে শিক্ষা দপ্তরের সচিব মনীশ জৈনর কাছে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তরের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে যে, কী থেকে এমন ঘটনা ঘটল এবং বিভিন্ন স্তরে কার কী দ্বায়িত্ব ছিল সবটাই তদন্ত করে দেখা হবে। অন্যদিকে ইসলামপুরের এই ঘটনার পর একাদশ এবং দ্বাদশ শ্রেনীতে মোট কত শূন্য পদ এবং কত আসন রয়েছে তা আজকের মধ্যে সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শককে শিক্ষাদপ্তরের কাছে জমা দিতে বলা হয়েছে। এদিকে দপ্তরের নির্দেশ মত অধিকাংশ জেলা সেই তথ্য জমাও করে দিয়েছে। সব মিলিয়ে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং দাড়িভিটে ঠিক কী হয়েছিল তার সঠিক রহস্য উন্মোচন করতে পদক্ষেপ নিচ্ছে রাজ্যের শিক্ষাদপ্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!