এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্কুল সার্ভিস কমিশন নিয়ে প্রশ্ন তুলতেই ক্ষুব্ধ রাজ্যের শিক্ষামন্ত্রী, সটান বেরিয়ে গেলেন নবান্নের প্রেসরুম থেকে

স্কুল সার্ভিস কমিশন নিয়ে প্রশ্ন তুলতেই ক্ষুব্ধ রাজ্যের শিক্ষামন্ত্রী, সটান বেরিয়ে গেলেন নবান্নের প্রেসরুম থেকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – স্কুল সার্ভিস কমিশন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই ক্ষুব্দ হয়ে বেরিয়ে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত গত সোমবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা প্রকাশের পরই এবিষয় নিয়ে একাধিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। গতকাল, এ বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সাংবাদিকদের মুখে এই প্রশ্ন শুনেই তিনি বেরিয়ে যান প্রেসরুম থেকে।

প্রসঙ্গত, প্রাথমিক, উচ্চ প্রাথমিকে ব্যাপক নিয়োগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম অসঙ্গতি থাকবে না, কোন লবিবাজি হবে না। এরপর, গত সোমবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা হয়। কোন কোন পরীক্ষার্থী ইন্টারভিউ দিতে পারবেন? তাদের নাম সেখানে প্রকাশ করা হয়েছে। কিন্তু এই মেধা তালিকা প্রকাশের পর থেকেই একাধিক অসঙ্গতির অভিযোগ উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে অভিযোগ করেছেন যে, ইতিপূর্বে বাতিল হয়ে যাওয়া মেধা তালিকায় তাদের নাম ছিল, কিন্তু নতুন মেধা তালিকাতে তাদের নাম নেই। এছাড়া অভিযোগ উঠেছে, বহু যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে সুযোগ দেয়া হয়েছে। আবার মেধাতালিকাতে প্রার্থীদের নাম থাকলেও নামের পাশে নম্বর দেওয়া নেই। এ কারণেও অনেকে অভিযোগ করেছেন। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। তাই উচ্চ প্রাথমিকে নিয়োগ আবার প্রশ্নের মুখে পড়ে গেছে।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, স্কুল সার্ভিস কমিশন কেন মেধাতালিকাতে মেরিট স্কোর বা মেধার ভিত্তিতে নম্বর তুলে ধরে নি? তিনি অভিযোগ করেছেন, এই নিয়োগ-প্রক্রিয়া অস্বচ্ছ। এরপর গতকাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর ছবিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নবান্নের প্রেসরুমে মাল্যদান করা হয় বঙ্কিম চট্টোপাধ্যায়ের ছবিতে।

সে সময় সাংবাদিকেরা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের বিষয়ে প্রশ্ন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সাংবাদিকরা উচ্চ প্রাথমিকের নিয়োগ বিষয়ে তাঁকে প্রশ্ন করে এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চেয়েছিলেন। কিন্তু সাংবাদিকদের কাছে প্রশ্ন শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন শিক্ষা মন্ত্রী। সাংবাদিকদের তিনি স্পষ্ট জানান যে, এখানে তিনি শিক্ষা নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। এরপরের নবান্নের প্রেসরুম থেকে বেরিয়ে চলে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!