এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্কুলে ভর্তি ও মাধ্যমিক পরীক্ষা নিয়ে এল বড়সড় দু-দুটি বিজ্ঞপ্তি! জেনে নিন বিস্তারিত ভাবে

স্কুলে ভর্তি ও মাধ্যমিক পরীক্ষা নিয়ে এল বড়সড় দু-দুটি বিজ্ঞপ্তি! জেনে নিন বিস্তারিত ভাবে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দীর্ঘদিন করোনার কারণে রাজ্যের প্রত্যেকটি স্কুল বন্ধ থাকার পর এবার স্কুল চালু নিয়ে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা শুরু করেছে। তবে কবে থেকে স্কুল চালু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত বিশেষ কোন কিছু শোনা যায়নি। তবে এবার স্কুল খোলা না গেলেও স্কুলে ভর্তি এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। দীর্ঘ আট মাস ধরে স্কুল বন্ধ। কবে সব কিছু স্বাভাবিক হবে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন আছেই। এরই মধ্যে আগামী বুধবার প্রত্যেকটি স্কুলে আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হলো বলে জানা গেছে। এতদিন পর্যন্ত মিড ডে মিলের খাদ্য বিতরণের দিন ছাড়া স্কুল সাধারণত বন্ধ থাকতো।

স্কুলে ভর্তির ফর্ম বিলি শুরু হবার সাথে সাথেই প্রত্যেকটি স্কুলে ভিড় জমিয়েছেন অভিভাবকেরা। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির ফরম দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী 11 তারিখ থেকে 16 তারিখের মধ্যে লটারি হবে। এই মাসের 18 থেকে 30 তারিখের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই এনরোলমেন্ট শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে এ বছর নতুন নিয়ম। ভর্তির ফর্মের জন্য কোন স্কুল কোনরকম ফি গ্রহণ করতে পারবে না। একই সাথে এবার ভর্তি হতে গেলে কোন রকম প্রবেশিকা পরীক্ষাও দিতে হবেনা ছাত্র-ছাত্রীদের।

আপনার মতামত জানান -

শুধু তাই নয়, ভর্তি হতে গেলে এবছর দিতে হবেনা অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষের কাছে ইন্টারভিউ। শুধুমাত্র লটারিতে নাম উঠলেই ভর্তি নিতে হবে বলে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। পাশাপাশি সংরক্ষণ বিধিও মানতে হবে স্কুলগুলিকে বলে জানা গেছে। এতদিন পর্যন্ত স্কুলে ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে, তা নিয়ে প্রশ্ন ছিল অভিভাবকদের মনে। দ্রুতগতিতে তা সমাধানের পথে চিন্তা কমেছে অভিভাবকদের। অন্যদিকে আগামী 16 ও 17 ই ডিসেম্বর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এনরোলমেন্ট দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রতিটি স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেগুলার পরীক্ষার্থীদের জন্য দেওয়া হচ্ছে ফ্রম এ এবং সি সি পরীক্ষার্থীদের জন্য ফর্ম বি দেওয়া হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে, এই ক্যাম্পের মাধ্যমে স্কুলগুলি নবম শ্রেণির পরীক্ষার্থীদের পূরণ করা রেজিস্ট্রেশন ফর্মও জমা দিতে পারবে। 2021 সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে ব্যাপক বদল আসছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সিলেবাসে কাটছাঁট হতে শুরু করেছে। করোনার কারণে এত দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তাও হয়নি। সব মিলিয়ে পুরো ব্যাপারটি বিবেচনা করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করছে স্কুল শিক্ষা দপ্তর।

তবে আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়ে অবশ্য বিশদে কিছু জানা যায়নি। করোনা আবহের শুরুতেই দেশজুড়ে লকডাউনের ঘোষণায় একের পর এক স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। নিউ নর্মালে মোটামুটি সবকিছুই স্বাভাবিক হতে শুরু করলেও এখনো পর্যন্ত স্কুল-কলেজ কিছুই খোলেনি। এই অবস্থায় স্কুলে ভর্তি এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়া নিয়ে স্কুল শিক্ষা দপ্তর যেভাবে পরিকল্পনামাফিক কাজ করছে তা যথেষ্ট প্রশংসাজনক বলে মনে করা হচ্ছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!