“সেদিনই তৃণমূল সরকারের বৈধতা নষ্ট হয়ে গিয়েছে” কোন সময়ের কথা উল্লেখ করলেন অভিজিৎ গাঙ্গুলী? তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য August 24, 2024August 24, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল সরকারের ওপর মানুষ কতটা ক্ষুব্ধ, রাজ্যে যে অন্যায় চলছে, যে অনাচার চলছে, তার বিরুদ্ধে যে মানুষ সমবেতভাবে কোনো রাজনৈতিক রঙের প্রত্যাশী না হয়ে রাস্তায় নেমেছে, তার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গিয়েছে। আরজিকরের নৃশংস ঘটনার পর ১৪ আগস্ট মধ্যরাতে শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় মহিলারা রাত দখল কর্মসূচি করেন। তারপর থেকে ক্রমাগত রাজ্যের বিভিন্ন জায়গায় প্রত্যেকদিন দোষীদের শাস্তির দাবিতে মিছিল চলছে। যা কাঁপিয়ে তুলেছে নবান্নকে। আর এই পরিস্থিতিতে সেই ১৪ আগস্ট লাখ মা-বোনেদের মধ্যরাতের কর্মসূচিকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অভিজি গাঙ্গুলিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যেদিন মহিলারা ১৪ আগস্ট মাঝ রাতে রাস্তায় নেমেছিলেন এবং সকলে মিলে আওয়াজ তুলেছিলেন, সেদিনই এই সরকারের বৈধতা নষ্ট হয়ে গিয়েছে। বোঝা গিয়েছে যে, এই সরকার আর বৈধ সরকার নয়।” স্বভাবতই আরজি করের ঘটনা নিয়ে এমনিতেই যখন চাপে রাজ্য, ঠিক তখনই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদের এই মন্তব্য আরও চাপের মুখে ফেলে দিল রাজ্য সরকারকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -