সেলেব মহলেও শোকের ছায়া, বুদ্ধবাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রসেনজিতের! কলকাতা বামফ্রন্ট রাজনীতি রাজ্য August 8, 2024August 8, 2024 প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-শুধু রাজনীতিক হিসেবে নয়, তিনি যে প্রকৃত অর্থেই একজন ভালো মানুষ ছিলেন, স্বচ্ছ মানুষ ছিলেন, এটা সকলেই স্বীকার করেন। তার প্রবল প্রতিপক্ষও তার এই স্বচ্ছতাকে নিয়ে কোনো কটাক্ষ করার সাহস পান না। তাই আজ যখন তিনি সকলকে বিদায় জানিয়ে চলে গেলেন, তখন বিভিন্ন মহলে শোকের ছায়া তৈরি হয়েছে। বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্বরা তো বটেই, সমাজের বিশিষ্টজনেরাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই প্রয়াণে শোকবার্তা দিতে শুরু করেছেন। প্রসঙ্গত, এদিন সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণের খবর পেয়ে শোকবার্তা দেন বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, “একজন সত্যিকারের ভালো গুণী মানুষ চলে গেলেন। ভালো থাকবেন। বুদ্ধবাবুর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।” স্বভাবতই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়ানে বিভিন্ন মহল রীতিমত শোকস্তব্ধ। আপনার মতামত জানান -