এখন পড়ছেন
হোম > রাজ্য > জামিন পেলেন না সেলিম-পুত্র, বাবার ল্যাপটপ সহ সমস্ত বৈদ্যুতিন সরঞ্জাম জমার নির্দেশ

জামিন পেলেন না সেলিম-পুত্র, বাবার ল্যাপটপ সহ সমস্ত বৈদ্যুতিন সরঞ্জাম জমার নির্দেশ

বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের দিন গত ১৪ ই মে প্রিসাইডিং অফিসারের মৃত্যুর ঘটনায় সোস্যাল মিডিয়ায়  সাংসদ মহম্মদ সেলিমের পুত্র রাসেল আজিজের বিতর্কিত পোস্ট কে ঘিরে রাজ্যবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনার জেরে সিপিএম সাংসদ পুত্রের বিরুদ্ধে সিআইডি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুক্রবার কলকাতা হাইকোর্টে  সেই মামলার প্রেক্ষিতে আগাম জামিনের মামলার শুনানির অভিযুক্তের ক্রিয়া কলাপে কার্যত অসন্তুষ্ট বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অমিতাভ চট্টোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ মহম্মদ সেলিমের ল্যাপটপ সহ রাসেল আজিজের সমস্ত বৈদ্যুতিন সরঞ্জাম শনিবারের মধ্যে সিআইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন । এদিন অভিযুক্ত রাসেল আজিজের আইনজীবি ফিরদৌস শামিম আদালতে রাসেল আজিজের আগাম জামিনের আবেদন জানান। কিন্তু সরকারী আইনজীবী প্রদীপ্ত গঙ্গোপাধ্যায় আদালতে অভিযুক্তের অভিযোগের গুরুত্ব ব্যাখ্যা করে জামিন খারিজের আবেদন জানান। সেই কারণে বিচারপতি প্রথমে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পরে তা বাতিল করে দেন। এদিন অভিযুক্তের সাথে সম্পর্কিত সমস্ত বৈদ্যুতিন সরঞ্জাম সিআইডির কাছে তুলে দেওয়ার নির্দেশ সহ  ডিভিশন বেঞ্চ আগামী ৩১ শে মে পরবর্তী শুনানির দিন ধার্য করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!