এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চোরগুলো ছবিও চুরি করছে! ডেরেকের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক সেলিম! সোশ্যাল মিডিয়ায় ঝড়!

চোরগুলো ছবিও চুরি করছে! ডেরেকের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক সেলিম! সোশ্যাল মিডিয়ায় ঝড়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদা থেকে সারদা, বিভিন্ন সময় তৃণমূলের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক মন্তব্য করতে শোনা যায় সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিমকে। আর এবার ত্রাণকার্যের একটি ছবি পোস্ট করা নিয়ে তৃণমূলকে চোর বলে আক্রমণ করে শোরগোল তুলে দিলেন সিপিএমের এই পলিটব্যুরো সদস্য। যেখানে ডেরেক ও’ব্রায়েনকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কিন্তু কেন এমন মন্তব্য করলেন মহম্মদ সেলিম?

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ডেরেক ও’ব্রায়েন ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে সরকারি ত্রান দেওয়ার একটি ছবি দেখা যায়। যেখানে সেই ছবি পোস্ট করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন লেখেন, “এক সপ্তাহ আগে তোলা কিছু ছবি শেয়ার করছি। সুন্দরবন একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। রাজ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 6 হাজার 250 কোটি টাকা ত্রাণ এবং যার মধ্যে আছে আমপানে ধ্বংস হয়ে যাওয়া 10 লক্ষ বাড়ির যাওয়া প্রতিটি পুনর্নির্মাণের জন্য কুড়ি হাজার টাকা।” আর ডেরেক ও’ব্রায়েন এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই তীব্র বিতর্ক শুরু হয়।

অভিযোগ ওঠে, তৃণমূল সাংসদ যে চারটি ছবি পোস্ট করেছেন, তার মধ্যে দুটি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে ত্রাণ বিলি করার ছবি। ইতিমধ্যে এই ব্যাপারে সরব হয়েছেন বিজ্ঞান মঞ্চের কর্মী সৌরভ চক্রবর্তী। যার জেরে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আর সেই বিষয় তুলে ধরেই তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন একটি টুইট করে তিনি লেখেন, “বিজ্ঞান মঞ্চের অফিস পরিবর্তনের 2011 থেকে লুটেরাদের দখলে। তাদেরই নিরলস ত্রানকার্যকে স্বীকৃতি না দিয়ে বেমালুম ডেরেক ও’ব্রায়েন নামকাওয়াস্তে চালিয়ে যাচ্ছেন। য্যায়সা গুরু ওয়সা চ্যালা।” পাশাপাশি তিনি এটাও বলেন যে, “চোরগুলো ছবিও চুরি করছে।” অর্থাৎ সেলিম সাহেব বিজ্ঞানমঞ্চের ছবি চুরি করা নিয়ে ডেরেক ও ব্রায়নের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে সেই ডেরেক ও’ব্রায়েন এবং তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তৃণমূলের দুর্নীতি বিষয়ে আরও একবার সরব হলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অতীতে তৃণমূলের বিরুদ্ধে অনেক দুর্নীতির ঘটনায় নাম জড়িয়েছে। যে বিষয় নিয়ে সরব হতে দেখা গেছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোকে। আর এবার ত্রাণকার্যের ছবি চুরি করে পোস্ট করার যে অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে উঠেছে, সেই অভিযোগের তৃণমূলকে আরও কোণঠাসা করতে সিপিএমের মহম্মদ সেলিমের এই বিস্ফোরক উক্তি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!