এখন পড়ছেন
হোম > অন্যান্য > জওয়ানদের জান বাঁচাতে বড়সড় পদক্ষেপ মোদীর! আসছে এমন ‘রক্ষাকবচ’, যা রুখবে রাইফেলের গুলিও!

জওয়ানদের জান বাঁচাতে বড়সড় পদক্ষেপ মোদীর! আসছে এমন ‘রক্ষাকবচ’, যা রুখবে রাইফেলের গুলিও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশের জনসাধারণ যে সুরক্ষিতভাবে নিজেদের নিজেদের বাড়িতে পরিবারের সঙ্গে শান্তির জীবন যাপন করতে পারে তার কারণ হচ্ছে আপামর জনসাধারণকে এই শান্তি দেওয়ার জন্য কোথাও না কোথাও বিপদসীমা গুলোকে দেখভাল করেন কিছু মানুষ। যারা দেশের সৈনিক হিসেবেই পরিচিত হন। আত্মত্যাগ করে আপামর দেশের জন্য দশের জন্য এমন বলিদান যে সমস্ত মানুষেরা দেয়, তাদের সুরক্ষার কথা মাথায় রাখা সরকারের অন্যতম কর্তব্য। বর্তমানে সেই কর্তব্য পালনের উদ্দেশ্যেই আরেক ধাপ এগিয়ে যাচ্ছে ভারত সরকার। জানা গেছে, দেশের সেনাবাহিনীর নিরাপত্তার খাতিরে আসতে চলেছে এক অত্যাধুনিক জ্যাকেট।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে চীন লাদাখ সীমান্তে লাদাখের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানে চীনের সেনাদের অস্থিরতার জন্য পরিবেশ উত্তপ্ত হওয়ার খবর কয়েক মাস আগে থেকেই পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এরই সঙ্গে নানা প্রতিবাদ, বিভিন্ন আলাপ-আলোচনার পরেও চীনা সৈন্যরা কোনভাবেই কিছু কথা শোনায় রাজি নয় বলেই তাদের আচরণে দেখা গেছে। ফলত পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। এমন সময় দেশের সেনাদের কথা মাথায় রেখে, তাদের অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন বলেই মনে করছে ভারত সরকার। কারণ যে কোন মুহূর্তে যে কোন ভাবে আঘাত আসতে পারে শত্রু পক্ষ থেকে। আর সেক্ষেত্রে ভারতের সেনাবাহিনীর যাতে কোনো ক্ষতি না হয়, তাই জন্যই এই সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নেপথ্যে, ‘ভাবা কবচ’। জানা গেছে, হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম বা মিধানিতে তৈরি করা হয়েছে এই জ্যাকেট। উচ্চ ঘনত্বের, উচ্চ- ধনাত্মক পলিথিনের স্তর দিয়ে উচ্চ তাপমাত্রায় একটি ঘন, শক্ত প্লেট দ্বারা এই জ্যাকেটটা তৈরি হয়েছে বলে জানা গেছে, যা পরে ন্যানোম্যাটিলিয়াল দিয়ে স্প্রে করা হয়েছে। এছাড়া জ্যাকেট তৈরিতে বোরন কার্বাইড সিরামিকস, কার্বন ন্যানো-টিউব এবং সংমিশ্রিত পলিমার ব্যবহার করা হয়েছে। জ্যাকেটটি একে -৪৭ রাইফেলের ৭.৬২মিমি হার্ড স্টিলের বুলেট, ৫.৫৬ মিমি ইনসাস বুলেট এবং ৭.৬৫ মিমি এসএলআর বুলেট প্রতিরোধ করতে সক্ষম।

তবে এরই সঙ্গে বুলেট প্রুফ গাড়িও তৈরীর কথা জানা গেছে। যে গাড়ির চাকায় গুলি লাগলেও সেটি ১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে বলেই দাবি করা হয়েছে। এছাড়া লাদাখ সীমান্তের ঠান্ডার কথা মাথাই রেখেই বিশেষ ধরনের তাঁবুও বানানো হচ্ছে বলে জানা গেছে। যেহেতু ডিসেম্বর মাসে লাদাখের একাধিক এলাকায় তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে চলে যায়, তাই সেখানে এই বিশেষ ধরনের তাঁবু পাঠানো হবে বলে জানা গেছে। এখানে একসঙ্গে ৮ থেকে ১০ জন জওয়ান থাকতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ফাইবার প্লাস্টিকের ইগলু, তাঁবু এবং বিশেষ তুষার বুটের জন্য সেনার তরফে আগেই আবেদন করা হয়েছিল বলে জানা গেছে। তবে এদিন ইতিমধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে কয়েকশো নতুন জ্যাকেট সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে সেনাবাহিনীর সূত্রে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!