টলিপাড়ায় সুখবর! এবার সিনেমা-সিরিয়ালের শুটিং শুরুর ব্যবস্থাও করে দিলেন মুখ্যমন্ত্রী কলকাতা রাজ্য May 31, 2020 করোনা ভাইরাসকে আটকাতে কেন্দ্রের লকডাউন ঘোষণার আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল। যার ফলে বিভিন্ন ক্ষেত্র বন্ধের পাশাপাশি টলিপাড়াও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। আর টিভি সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যাওয়ায়, লকডাউনের সময় সন্ধ্যেবেলা রীতিমত দুঃসাধ্য সহকারেই কাটছিল অনেক সিরিয়ালপ্রেমী জনসাধারণের। অনেকেই সিরিয়ালের মোহ ত্যাগ করতে না পেরে রিপিট টেলিকাস্ট দেখানো মুহূর্তগুলোতেই চোখ রাখছিলেন। তবে চতুর্থ দফার লকডাউনের পর যখন বিভিন্ন ক্ষেত্রে শিথিলতা প্রয়োগ করা হল, ঠিক তখনই এই ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সূত্রের খবর, শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সোমবার থেকে 35 জন কলাকুশলীকে নিয়ে টিভি সিরিয়াল এবং সিনেমার শুটিং শুরু করা যাবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তবে এই সমস্ত কিছু সামাজিক দূরত্বকে মান্যতা দিয়েই করতে হবে। আর সরকারের পক্ষ থেকে টলিপাড়ায় শুটিংয়ের ক্ষেত্রে কিছুটা শিথিলতা জারি করায় এখন অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও তৈরি হয়েছে আশার আলো। পাশাপাশি দর্শকরাও টিভি সিরিয়ালের নতুন এপিসোড দেখার জন্যে উদগ্রীব হয়ে রয়েছেন। তবে রাজ্য সরকার 35 জন কলাকুশলীকে নিয়ে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে সিরিয়াল এবং সিনেমার শুটিং করার কথা বললেও, অত সহজে তা করা সম্ভব হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে এই ব্যাপারে সংশয় অব্যাহত থাকলেও, শুটিং শুরু হলেই যে সিরিয়াল প্রেমী জনসাধারণের মনে আশার আলো তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না। সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই কমবেশি প্রায় প্রত্যেকের বাড়িতেই টিভির ঘরে চলে যায় আলো। আগের দিনের শেষ করা এপিসোড পরের দিন কোন পর্যায়ে পৌঁছাবে, তা নিয়ে সারাদিন ধরে চলে আলাপ-আলোচনা। কিন্তু লকডাউনের কারণে হঠাৎ করেই সমস্ত আলাপ-আলোচনা এক লহমায় বন্ধ হয়ে যাওয়ায় সিরিয়াল প্রেমী মানুষদের সন্ধ্যে যেন কাটতেই চাইছিল না। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে শিথিলতা করার পাশাপাশি শুটিংয়ের ক্ষেত্রেও শিথিলতা জারি করায় আবার সচল হতে চলেছে টিভি চ্যানেল বলে খবর। এমনিতেও করোনা আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত, সেই অবস্থায় অন্তত বিনোদনের মাধ্যমে যেন মন একটু ভালো থাকে – তাই খুলে দেওয়া হচ্ছে শুটিং ফ্লোর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -