শেষ দফার ভোটের আগে মোদীর মাস্টারস্ট্রোক, রাজ্যে ব্যাপক গেরুয়া ঝড়! জাতীয় বিজেপি রাজনীতি রাজ্য May 28, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবারের লোকসভা নির্বাচনে বাংলায় যথেষ্ট সময় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ষষ্ঠ দফার ভোট সমাপ্ত। বাকি রয়েছে আর এক দফার ভোট। আর শেষ দফার ভোটে প্রচারে ঝড় তুলতে আজ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। যেখানে রোড শো থেকে শুরু করে একাধিক সভা করার কথা রয়েছে তার। সূত্রের খবর, আজ উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে একটি রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি অশোকনগর এবং বারুইপুরেও দুটি সভা করার কথা রয়েছে তার। অন্যদিকে আগামীকাল কাকদ্বীপেও একটি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্বাভাবিকভাবেই শেষ দফার ভোটের আগে বাংলায় যাতে এই শেষ দফাতেও বিপুল আসনে পদ্ম ফোটে, তার জন্য প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যাকে কেন্দ্র করে বাংলায় রীতিমত গেরুয়া ঝড় উঠবে বলেই দাবি করছেন বিজেপি নেতাকর্মীরা। আপনার মতামত জানান -