এখন পড়ছেন
হোম > রাজনীতি > শেষ হইয়াও হইল না শেষ! ভোট মিটতেই একাধিক বিধান-লোকসভা আসনে বাজতে চলেছে আবারো ভোটের বাদ্যি?

শেষ হইয়াও হইল না শেষ! ভোট মিটতেই একাধিক বিধান-লোকসভা আসনে বাজতে চলেছে আবারো ভোটের বাদ্যি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি রাজ্যের বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। যে নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ, পাল্টা অভিযোগ প্রত্যক্ষ করেছে বাংলার মানুষ। নির্বাচন চলার কারণে বাংলায় করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে বলে এখনও পর্যন্ত অভিযোগ রয়েছে শাসকদলের গলায়। আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের পর্ব শেষ হতে না হতেই রাজ্যে আবার ভোটের দামামা বাজতে চলেছে।
জানা গেছে, বেশ কিছু বিধানসভা আসন এবং বেশ কিছু লোকসভা আসন শূন্য রয়েছে। তাই সেই সমস্ত আসনে খুব তাড়াতাড়ি উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে আবার যদি নির্বাচনের দামামা বাজে, তাহলে করোনা ভাইরাস যখন চরম আকার ধারণ করেছে, তখন কিভাবে সেই সমস্ত জায়গায় নির্বাচন হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বলা বাহুল্য, সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকার জয়লাভ করেছেন। কিন্তু বিধানসভা নির্বাচনে তারা জয়লাভ করলেও, তারা বিধায়ক পদ ত্যাগ করে সাংসদ পদ নিয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করতে পারেন। ফলে তারা যদি দুই বিধানসভা কেন্দ্রের নিজেদের বিধায়ক পদ থেকে অব্যাহতি দেন, তাহলে সেই সমস্ত আসনে আবার নির্বাচন হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
অন্যদিকে তারা যদি বিধায়ক হিসেবে থেকে যান, তাহলে সাংসদ হিসেবে তাদের লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তাই নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকারের দুই কেন্দ্রে হয় লোকসভা, তা না হলে বিধানসভা উপনির্বাচন যে হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। এছাড়াও এবার রাজ্যের 292 টি আসনে নির্বাচন হলেও দুই কেন্দ্র অর্থাৎ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে সংযুক্ত মোর্চার প্রার্থীরা শেষ নিঃশ্বাস ত্যাগ করায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। একই ভাবে উত্তর 24 পরগনার খড়দহ বিধানসভায় নির্বাচন হলেও, পরবর্তীতে সেখানকার তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 আর ভোটের ফলাফলে দেখা যায়, প্রয়াত তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন। তাই তার ছেড়ে যাওয়া সেই শুন্য আসনে পুনর্নির্বাচন হওয়ার কথা। ফলে এই তিনটি কেন্দ্রে যে বিধানসভা উপনির্বাচন হবে, তা বলাই যায়। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের দুই সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কারণে সেখানেও লোকসভার উপনির্বাচন হতে পারে। ফলে বেশ কিছু আসনে যে এবার বিধানসভা এবং লোকসভা নির্বাচনের দামামা বাজতে চলেছে, তা একপ্রকার পরিষ্কার।
 তবে একাধিক আসনে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও তা কবে হবে, এখন সেটাই বড় প্রশ্ন। একাংশ বলছেন, করোনা ভাইরাস বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে। দিনকে দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে সেই নির্বাচন করার মত সিদ্ধান্ত গ্রহণ করবে না নির্বাচন কমিশন। করোনা ভাইরাসের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের মত গুরুত্বপূর্ণ নির্বাচন সমাপ্ত হওয়ার পরেই আবার রাজ্যের একাধিক আসনে নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!