শেষ হলো বাসমালিক সংগঠনের সঙ্গে ফিরহাদ হাকিমের বৈঠক? বেরিয়ে এলো কি কোন সমাধান সূত্র? কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য July 6, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাস ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে বেসরকারি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি যেভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি ঘটেছে, তাতে বাস ভাড়া বৃদ্ধি না করলে বাস চালানো সম্ভব নয়, বলেই সংগঠনের দাবি। গত বছর আনলকের সময় থেকেই বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছে একাধিক বেসরকারি বাস মালিক সংগঠন। গতকাল এ বিষয় নিয়ে চলেছে বৈঠক। এই বৈঠকে বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন যে, করোনা সংক্রমনের কারণে বেশ কিছুদিন ধরে বাস পরিষেবা বন্ধ ছিল। তার ওপর এখন পেট্রোল-ডিজেলের ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটেছে। এ কারণে তাঁরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। এই অবস্থায় বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য শোনবার পর এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাস মালিকদের দ্রুত বাস পরিষেবা চালু করার কথা বলেছেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তবে বাস ভাড়া বৃদ্ধির ব্যাপারে অনুমতি দেয়নি রাজ্য সরকার। এ কারণে বাস চালাবার বিষয়টি মালিকদের ইচ্ছার উপরেই কিছুটা ছেড়ে দিয়েছে সিন্ডিকেট। গতকাল বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ-সভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন যে, তাঁরা জানতে পেরেছেন বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাবে সরকার সায় দেবে না। এ অবস্থায় যারা পারবেন, তাঁরা বাস চালাবেন। যে সমস্ত বাস মালিকরা ক্ষতির বোঝা ঘাড়ে নিয়ে বাস চালাতে পারবেন না, তাঁরা বাস চালাবেন না। তাঁদের এই সিদ্ধান্তের কথা সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, সরকারের পক্ষ থেকে আগামী অক্টোবর মাস পর্যন্ত রোড ট্যাক্স ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু এতেও দৈনিক লোকসানের পরিমাণ তেমন একটা কমানো যাবে না বলেই তিনি মনে করছেন। আবার, এরপর গত শুক্রবার বেসরকারি বাসের বিষয় নিয়ে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর ভাইস চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক স্বর্ণ কমল সাহার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বাস মালিকদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি। বিধায়ক জানিয়েছেন, সমস্ত ব্যবসায়ীই তাদের লাভের জন্য পরিশ্রম করে থাকেন। কিন্তু ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত ডিজেলের দাম প্রতি লিটারে ৩০ টাকা করে বেড়েছে। এ কারণে বাস ভাড়া বাড়ানো ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই। তবে, গতকালের বৈঠকে বাস ভাড়া বৃদ্ধির ব্যাপারে অনুমতি দেয়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বেসরকারি বাস পরিষেবা কতদূর স্বাভাবিক থাকবে? তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পরিষেবা ব্যাহত হলে ব্যাপকহারে ভোগান্তি বাড়বে আমজনতার। আপনার মতামত জানান -