এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শেষপর্যন্ত স্থগিত হয়ে গেল বহুচর্চিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর! কিন্তু কেন? জানুন বিস্তারিত

শেষপর্যন্ত স্থগিত হয়ে গেল বহুচর্চিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর! কিন্তু কেন? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মার্চ মাস থেকে রাজ্য ও দেশজুড়ে করোনা সংক্রমনের কারণে লকডাউন ও সামাজিক দূরত্ব বিধি বলবৎ থাকারা কারণে টানা ছয় মাস কোন জেলা সফরে যেতে পারেন নি মুখ্যমন্ত্রী। যদিও নবান্ন থেকে ভার্চুয়াল ভাবে বেশকিছু জেলার প্রশাসন কর্তাদের সঙ্গে পর্যালোচনা ও বৈঠক করতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। কিন্তু প্রত্যক্ষভাবে উপস্থিত হয়ে কোন জেলার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। করোনা সংক্রমণের কারণে। তবে এই সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও সম্প্রতি উত্তরবঙ্গ সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বস্তুত, করোনা সংক্রমণ কালে মুখ্যমন্ত্রীর প্রথমবার উত্তরবঙ্গে সফরের কথা ছিল। আগামীকাল সোমবার মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি যাবার কথা ছিল তাঁর।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, দুদিনের জন্য মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর করবেন। জানানো হয়েছিল, আগামীকাল ২১ সে সেপ্টেম্বর তারিখে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উত্তর কন্যায় পৌঁছাবেন। এরপর সেখান থেকেই ২২ তারিখ ভার্চুয়াল ভাবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার সঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক করবেন এবং ২৩ তারিখে প্রশাসনিক বৈঠক করবেন দার্জিলিং , কালিম্পং, কোচবিহার জেলাকে নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর যখন অনেকটাই স্থির। সেসময় আচমকা বাধা হয়ে দাড়ালো আবহাওয়া। হাওয়া অফিস থেকে জানানো হলো, আজ থেকেই সারা রাজ্য জুড়ে আবহাওয়ার বিশেষ অবনতির সম্ভাবনা আছে। আগামী কিছুদিন সারা রাজ্যে নিম্নচাপ ও প্রবল ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। এই কারণেই মুখ্যমন্ত্রীর আগামীকালের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হল প্রশাসনের তরফ থেকে। কারণ, কোন কোন ঝুঁকি নিতে আগ্রহী নয় প্রশাসন। তবে আগামীকালের পরিবর্তে আগামী ২৯ তারিখে শিলিগুড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করতে পারেন এই সময়ে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাম্প্রতিক করোনা পরিস্থিতি ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন উত্তবঙ্গের পাহাড়ি এলাকার ভূমিধস ইত্যাদি নিয়ে সেসময়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!