এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শেষ প্রমাণ লোপাট করতেও মরিয়া চেষ্টা রাজ্যের? অভয়া কাণ্ডে বড় তথ্য প্রকাশ্যে!

শেষ প্রমাণ লোপাট করতেও মরিয়া চেষ্টা রাজ্যের? অভয়া কাণ্ডে বড় তথ্য প্রকাশ্যে!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর কাণ্ডের পর থেকেই সব থেকে বেশি যে প্রশ্ন উঠেছে, তা হচ্ছে, এই রাজ্যের পুলিশ সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে। বারবার করে সেই কথা তুলে ধরেছে অভয়ার পরিবার থেকে শুরু করে বিরোধীরা।

আর এবার সঞ্জয় রায়কে যখন শিয়ালদহ কোর্টের পক্ষ থেকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, তখন তড়িঘড়ি তাকে চ্যালেঞ্জ করে সেই সঞ্জয় রায়ের যাতে ফাঁসি হয়, তার জন্য হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। আর রাজ্যের এই অতি সক্রিয়তা কি আসলে শেষ প্রমাণ লোপাট করার চেষ্টা? এবার সেই প্রশ্নই তুলে দিলো অভয়ার পরিবার।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অভয়ার মা-বাবা। যেখানে অভয়ার মা বলেন, “কোনো প্রমাণই তো উনি রাখেননি। যাতে শেষ প্রমাণ টুকু লোপাট করা যায়, তার জন্য উনি মরিয়া হয়ে উঠেছেন।” অর্থাৎ সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দিতে পারলে তার মুখ থেকে আর কিছু বেরোবে না। আর তখন এই রাজ্য সরকার নিশ্চিন্ত হতে পারবে বলেই ঘুরিয়ে বুঝিয়ে দিল অভয়ার পরিবার। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!