এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শেষ রক্ষা হল না, ডিভিশন বেঞ্চে গিয়েও জোর ধাক্কা খেলেন পরেশ অধিকারী!

শেষ রক্ষা হল না, ডিভিশন বেঞ্চে গিয়েও জোর ধাক্কা খেলেন পরেশ অধিকারী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মামলাতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীকেও দেওয়া হয় নির্দেশ। যদিও সেই নির্দেশ উপেক্ষা করে আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পরেশ অধিকারী। কিন্তু সেখানে গিয়েও তার অস্বস্তি তীব্র হল। যেখানে সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। মূলত, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানান তিনি। তবে শেষপর্যন্ত ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখে। যেখানে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে তারা কোনো নির্দেশ দেবে না। স্বভাবতই ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর পরেশ অধিকারী যে অত্যন্ত চাপের মুখে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!